শিরোনাম
◈ সংশোধিত এডিপি অনুমোদন, ব্যয় কমল ৪৯ হাজার কোটি টাকা ◈ বাংলাদেশে প্রতিশোধমূলক সহিংসতা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জাতিসংঘের প্রতিবেদন: ফলকার টুর্ক ◈ রমজানের শুভেচ্ছা বার্তায় যা বললেন ট্রাম্প ◈ সাংবাদিক জিল্লুর রহমানের অভিযোগের জবাব দিলেন হাসনাত আব্দুল্লাহ ◈ নুরুল হক নুরের নতুন দলে যোগ দেওয়া প্রসঙ্গ, যা বলল গণ অধিকার পরিষদ ◈ কমেছে বৈদেশিক বিনিয়োগ, অভ্যন্তরীণ সমস্যাকেই দায়ী করছেন ব্যবসায়ীরা ◈ মজুদকৃত প্রায় ১২ হাজার লিটার সয়াবিন তেল জব্দ ◈ ট্রাম্পের ২৯ মিলিয়ন ডলার নিয়ে করা দাবি সত্য নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ কারও লাশ যেন বেওয়ারিশ হিসেবে না থাকে: প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ 'কী না করেছি পুলিশের জন্য', সাবেক আইজিপি শহীদুলের আক্ষেপ

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৩১ দুপুর
আপডেট : ০২ মার্চ, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিক্ষাবৃত্তি-মাদক কারবারসহ নানা অভিযোগে একের পর এক দেশ থেকে বিতাড়িত হচ্ছে পাকিস্তানিরা

বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাকিস্তানিদের বিতাড়িত করা হচ্ছে এবং এই সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত দুইদিনে ১১ দেশ থেকে অন্তত ১৭০ পাকিস্তানিকে বিতাড়িত করা হয়েছে। 

অভিবাসন সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, কালোতালিকাভুক্ত, ভিক্ষাবৃত্তি, মাদক কারবার, অবৈধভাবে বসবাসসহ বিভিন্ন কারণে নতুন করে সৌদি আরব থেকে ৯৪ জন পাকিস্তানিকে বের করে দেওয়া হয়েছে। 

এ ছাড়া ওমান থেকে তিনজন, থাইল্যান্ড থেকে একজন, ইরান থেকে নয়জন, যুক্তরাজ্য ও সাইপ্রাস থেকে একজন, ইন্দোনেশিয়া থেকে চারজন, মৌরিতানিয়া থেকে পাঁচজন পাকিস্তানিকে বহিষ্কার করা হয়েছে। সেইসঙ্গে কাতার থেকে দুইজন এবং তানজানিয়া থেকে একজন পাকিস্তানিকে বিতাড়িত করা হয়েছে। 

অবৈধ কাজে সম্পৃক্ততা ও আইন লঙ্ঘনের দায়ে জেল খাটার পর গত দুইদিনে ৩৯ পাকিস্তানিকে বিতাড়িত করেছে সংযুক্ত আরব আমিরাত। 

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ১২ দেশ থেকে ১৩১ জন পাকিস্তানিকে বিতাড়িত করা হয়। তাদের বিরুদ্ধেও মাদক কারবার, অবৈধভাবে অনুপ্রবেশসহ নানা অভিযোগ ছিল।

এসময় সৌদি আরবের পক্ষ থেকে বলা হয়, নোটিশ ছাড়া চাকরি ছেড়ে পলায়ন এবং মাদক পাচারের কারণে ৭৪ পাকিস্তানিকে বিতাড়িত করা হয়েছে। 

একই সময়ে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) অবৈধ অনুপ্রবেশ, চুরি ও মাদক সংক্রান্ত অপরাধের জেরে বেশ কয়েকজন পাকিস্তানিকে বহিষ্কার করে। আত্মহত্যার চেষ্টা করার অভিযোগে একজন পাকিস্তানিকে বের করে দেয় ইউএই।  

এ ছাড়া ১৪ ফেব্রুয়ারি ওমান, ক্যাম্বোডিয়া, বাহরাইন, আজারবাইজান, ইরাক এবং মেক্সিকোও পাকিস্তানি নাগরিকদের বিতাড়িত করেছে। এই সময়ে মানব পাচারের অভিযোগে দুই পাকিস্তানিকে বের করে দিয়েছে সেনেগাল এবং মৌরিতানিয়া।  

এর আগে গত ২ ফেব্রুয়ারি সৌদি আরব ১০ জন পাকিস্তানি ভিক্ষুককে বিতাড়িত করেছে। 

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে উপসাগরীয় দেশগুলো থেকে শত শত পাকিস্তানিকে বিতাড়িত করা হয়েছে। তাদের কাছে বৈধ নথি না থাকাসহ ভিক্ষাবৃত্তি ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়