শিরোনাম
◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা ◈ শেখ মুজিবের ছবি অপসারণের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার, ছাত্রদলের প্রতিবাদ ◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন 

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৪২ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্প-মোদির সন্ত্রাসবাদ ইস্যুতে বিবৃতি, পাকিস্তান ক্ষুব্ধ

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর তারা এক যৌথ বিবৃতি দেন, যেখানে সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের ব্যর্থতার সমালোচনা করা হয়। তাদের মতে, পাকিস্তানকে সন্ত্রাসবাদী হামলা প্রতিরোধে আরও কার্যকর ব্যবস্থা নিতে হবে।

পাকিস্তান এই বিবৃতির পর ক্ষোভ প্রকাশ করেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলি খান বলেন, ‘‘পাকিস্তান বিস্মিত, কেননা সন্ত্রাসবাদ দমনে দেশটি যে আত্মত্যাগ করেছে, তা উপেক্ষিত হয়েছে।’’

ট্রাম্প-মোদির বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানকে তার মাটি ব্যবহার করে সীমান্তে সন্ত্রাসবাদী হামলা প্রতিরোধের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাকিস্তান এই বিবৃতিকে ‘একতরফা’ এবং ‘বিভ্রান্তিকর’ বলে মন্তব্য করেছে এবং দাবি করেছে যে, এ ধরনের মন্তব্য কূটনৈতিক নিয়মের পরিপন্থি।

পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ নিয়মিত করে থাকে ভারত। ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠকের পরেও এই অভিযোগ পুনর্ব্যক্ত করা হয়।

এদিকে, বৈঠকের পর ট্রাম্প জানান, মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর রানাকে ভারতের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাহাউর রানা, যিনি পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক, বর্তমানে ক্যালিফোর্নিয়ার একটি জেলে বন্দি। কিছুদিন আগে মার্কিন আদালত তাকে ভারতে প্রত্যর্পণ করার জন্য সম্মতি দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়