ভারত সমস্ত যাচাইকৃত, অ-নথিভুক্ত অভিবাসীদের ফিরিয়ে নেবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার পর একথা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার সাফ কথা, বেআইনিভাবে প্রবেশ করে বিশ্বের কোনও দেশেই থাকার অধিকার নেই। যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত ১০৪ জন ভারতীয় অমৃতসরে অবতরণের মাত্র কয়েকদিন পরেই এই বিবৃতি সামনে এসেছে
একটি সূত্র ইন্ডিয়া টুডেকে জানিয়েছে, ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় বিমানটি অমৃতসরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। প্রায় ১৮,০০০ ভারতীয় বৈধ কাগজপত্র ছাড়াই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, যদিও তালিকাটি আরও দীর্ঘ হতে পারে। যুক্তরাষ্ট্রে এক সংবাদ সম্মেলনে, প্রধানমন্ত্রী মোদি যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয় অবৈধ অভিবাসীদের সমস্যা সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে বলেন, ভারত বৈধ কাগজপত্র ছাড়াই বিদেশে বসবাসকারী ভারতীয়দের ফিরিয়ে নেবে, তবে পুরো সিস্টেমের অবসানের প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন।
তিনি বলেন, ‘যারা অবৈধভাবে অন্য দেশে থাকে তাদের সেখানে থাকার কোনও আইনি অধিকার নেই। ভারত এবং আমেরিকার ক্ষেত্রে, আমরা সবসময় বলেছি যে যারা যাচাইকৃত এবং সত্যিকার অর্থে ভারতের নাগরিক - যদি তারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বাস করে, তাহলে ভারত তাদের ফিরিয়ে নিতে প্রস্তুত।’
মার্কিন মুলুকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ভারতের দরিদ্র যুবকদের ভুল বুঝিয়ে বিদেশে পাঠানো হচ্ছে। অতি সাধারণ পরিবারের সন্তানদের বড় বড় স্বপ্ন দেখিয়ে ফাঁদে ফেলা হচ্ছে। অনেকে জানেও না কেন তাদের এভাবে পাঠিয়ে দেওয়া হল। অনেককে পাচার করে দেওয়া হয়েছে।’
মোদি আরও বলেন, মানব পাচারের বিরুদ্ধে একজোট হয়ে কাজ করতে হবে ভারত এবং আমেরিকাকে। পাচারচক্রকে নির্মূল করতে ‘যুদ্ধে’ নেমেছে ভারত।
প্রধানমন্ত্রীর আশা, এই যুদ্ধে সর্বতোভাবে সাহায্য করবেন প্রেসিডেন্ট ট্রাম্প। জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির সাক্ষাৎ হয়। দুই নেতা বাণিজ্য, শুল্ক এবং প্রতিরক্ষাসহ অন্যান্য বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বৈঠকে করা গুরুত্বপূর্ণ ঘোষণাগুলোর মধ্যে একটি ছিল ২৬/১১ সন্ত্রাসী হামলার আসামি তাহাব্বুর রানাকে প্রত্যর্পণ, যা ভারতের দীর্ঘদিনের দাবি। সূত্র: ইন্ডিয়া টুডে
আপনার মতামত লিখুন :