শিরোনাম
◈ লজ্জা না থাকলে বাধ্য করেই সরানো হোক কুয়েট ভিসিকে: সারজিস আলম ◈ শেষ মি‌নি‌টের গো‌লে অ্যাস্টন ভিলাকে হারা‌লো ম্যানচেস্টার সিটি ◈ পিএসএল: রিশাদ ২ উইকেট পে‌লেও তার দল লাহোর কালান্দাস হে‌রে গে‌ছে  ◈ বিয়ে করলে বা বাচ্চা হলেই মিলবে টাকা, অঢেল সুযোগ! জন্মহার বৃদ্ধি করতে পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের ◈ অক্সফোর্ড কলেজে শতাব্দীর রীতি: দাস নারীর খুলিতে তৈরি পাত্রে পরিবেশন হতো পানীয়! ◈ বেসরকারি খাতে ঋণের চাহিদা কম: বাণিজ্যিক ব্যাংকের ওপর সরকারের নির্ভরতা বেড়েছে ◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও)

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:২৫ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরও এক ভারতীয় ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও এক ভারতীয় বংশোদ্ভূতকে তার প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বসালেন। তার নাম এস পল কাপুর। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া-বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে তাকে।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ডোনাল্ড লু’র স্থলাভিষিক্ত হলেন পল কাপুর। লু’র বিরুদ্ধে পাকিস্তানে ইমরান খান সরকারের পতনের পেছনে কলকাঠি নাড়ার অভিযোগ ছিল। ইমরান খান লু’র নাম করে সরব হয়েছিলেন। 

 ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বাইডেন আমলে নিয়োগ পাওয়া লু সরে যান।

কালিফোর্নিয়ার বাসিন্দা পল কাপুর ভারত ও পাকিস্তান বিশেষজ্ঞ হিসাবে পরিচিত। পাকিস্তানের কট্টর সমালোচক হিসেবেও পরিচিত তিনি।
 
 সংবাদমাধ্যম দ্য ওয়ালের প্রতিবেদন মতে, ট্রাম্পের দ্বিতীয় ইনিংসে তার চোখ দিয়ে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটানের সঙ্গে সম্পর্ক রক্ষা করবে হোয়াইট হাউস। কূটনীতিক মহল মনে করছে, পল কাপুর নিয়োগ পাওয়ায় উপমহাদেশে জঙ্গি তৎপরতা বন্ধে পাকিস্তান ও তাদের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের বিরুদ্ধে ভারতের লড়াই সহজ হবে। 
 
নতুন নিয়োগ পাওয়ার আগে কাপুর মার্কিন নৌ বাহিনীর পোস্ট গ্র্যাজুয়েট স্কুলে অধ্যাপনার সঙ্গে যুক্ত ছিলেন। ট্রাম্পের প্রথম দফায় তিনি হোয়াইট হাউসের পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয়ে পলিসি প্ল্যানিং বিভাগে যুক্ত ছিলেন। 
 
প্রসঙ্গত, ট্রাম্প এবার বেশ কয়েকজন ভারতীয় বংশোদ্ভূতকে তার প্রশাসনের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে বসিয়েছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়