বৈধ পাসপোর্ট বা বৈধ ভিসা ছাড়া ভারতে প্রবেশ করলে তাদের জন্য কঠোর সাজা ও উচ্চহারে জরিমানার বিধান রেখে আইন আনা হচ্ছে। বর্তমান বাজেট অধিবেশনেই এই নতুন অভিবাসন ও বিদেশি (নাগরিক) আইন ২০২৫ বিল আকারে আনার জন্য সব প্রস্তুতি সেরে ফেলেছে বলে জানা গেছে।
অনুপ্রবেশ মোকাবিলার লক্ষ্যেই এই কঠোর আইন আনা হচ্ছে বলে মনে করা হচ্ছে। প্রস্তাবিত নতুন আইনে অবৈধ উপায়ে পাসপোর্ট বা ভিসা ছাড়া বা জাল নথি নিয়ে ভারতে প্রবেশ, অবস্থান এবং প্রস্থানকারী বিদেশিদের জন্য ন্যুনতম ২ বছর থেকে সর্বোচ্চ ৭ বছর কারাবাস এবং এক লক্ষ থেকে দশ লক্ষ রুপি পর্যন্ত জরিমানার বিধান রাখা হচ্ছে। এছাড়াও যে সব বিদেশি ভিসার মেয়াদ ফুরনোর পরও ভারতে রয়েছেন বা ভিসা বিধি ভঙ্গ করেছেন এবং নিয়ন্ত্রিত অঞ্চলে বিনা অনুমতিতে প্রবেশ করেছেন তাদের তিন বছর পর্যন্ত কারাবাস এবং ৩ লক্ষ রুপি পর্যন্ত জরিমানার প্রস্তাব করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গেছে, পাসপোর্ট (ভারতে প্রবেশ) আইন ১৯২০, ফরেনার্স রেজিস্ট্রেশন অ্যাক্ট ১৯৩৯, ফরেনার্স অ্যাক্ট ১৯৪৬ এবং ইমিগ্রেশন (অবলিগেশন অফ ক্যারিয়ার) আইন ২০০০ সহ পুরনো আইনগুলো বাতিল করে নতুন এই আইন আনা হচ্ছে। নতুন এই আইনের মাধ্যমে ভিসা, রেজিস্ট্রেশনসহ বিদেশিদের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো আরও নিয়ন্ত্রণ করতে পারবে কেন্দ্রীয় সরকার। নতুন আইনে বিদেশি এবং তাদের রেজিস্ট্রেশন সম্পর্কিত বিষয়গুলোও নির্দিষ্ট করা থাকবে।
এছাড়াও বিদেশিদের ভর্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়, অন্য শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, নার্সিং হোম বা অন্য কোনও চিকিৎসা প্রতিষ্ঠানের ভূমিকাও স্পষ্ট করে বলা থাকবে।বৈধভাবে আসা বিদেশিরা যেখানে থাকবেন সেখানকার সব তথ্য বাধ্যতামূলকভাবে সরকারকে জানাতে হবে। এমনকি অবৈধ বিদেশিদের বহনকারী পরিবহনকেও উচ্চ হারে জরিমানা করার ব্যবস্থা রাখা হয়েছে।
নতুন এই বিলটি সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে পেশ করতে পারেন। তবে কবে নাগাদ সেটি পেশ করা হবে তা নিশ্চিত করে জানা যায় নি। উৎস: মানবজমিন।
আপনার মতামত লিখুন :