শিরোনাম
◈ জুলাই গণঅভ্যুত্থানে বিক্ষোভকারীদের দমাতে ‘প্রাণঘাতি বলপ্রয়োগের’ নির্দেশ দেয় সরকার : জাতিসংঘের প্রতিবেদন ◈ আওয়ামী লীগ সরকার আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে: প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ আমি কি সেটা আমি সাত দিন পর দেখাব, বিপ্লবী ছাত্র-জনতা আমার সঙ্গে রয়েছে : কাফি (ভিডিও) ◈ ডিজিএফআইয়ের সেই দুই টর্চারসেল চিনতে পারার কথা জানিয়েছেন উপদেষ্টা নাহিদ-আসিফ ◈ এ বছর ভালোবাসা দিবসে ‘তামাশা’ না করার আহ্বান মৎস্য উপদেষ্টার! ◈ আয়না ঘর দেখতে গেলেন প্রধান উপদেষ্টা ◈ যুক্তরাষ্ট্রে অনাগত সন্তানদের নিয়ে উদ্বিগ্ন হাজারো ভারতীয় অভিবাসীরা ◈ গরুর লাম্পি স্কিন টিকা আবিষ্কার হলো দেশেই, খরচ ৭০ টাকা ◈ নির্বাচনে যে আসন থেকে লড়তে পারেন হাসনাত-সারজিসসহ অন্যরা ◈ দুবাইয়ে থাকা সম্পদ বিক্রি করে দিচ্ছেন বাংলাদেশীরা!

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:২৬ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : আর রিয়াজ

বিশ্বনেতাদের সামনে মোদিকে পাত্তা দিলো না ফ্রান্সের প্রেসিডেন্ট! (ভিডিও)

বিশ্বনেতাদের সামনে মোদিকে পাত্তা দিলো না ফ্রান্সের প্রেসিডেন্ট! (ভিডিও)

প্যারিসের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শীর্ষ সম্মেলনে বিব্রতকর দৃশ্যটি দেখা গেছে। যদিও ম্যাক্রোঁ ঠিক ওই সময়েই অন্য বিশ্বনেতাদের সঙ্গে করমর্দন করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিলেও তাকে উপেক্ষা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। 

প্রতিবেদনে বলা হয়, প্যারিসের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শীর্ষ সম্মেলনে এই বিব্রতকর দৃশ্য দেখা গেছে। সম্মেলনে অংশ নেয়া বিশ্বনেতাদের স্বাগত জানাতে সম্মেলনস্থলে হাজির হন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। এসময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ বিশ্বনেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ফরাসি প্রেসিডেন্ট।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জেডি ভ্যান্সের পাশে বসা নরেন্দ্র মোদি হাত বাড়িয়ে দিলে তাকে পুরোপুরি এড়িয়ে যান ম্যাকরন।

তবে মোদিকে উপেক্ষা করলেও আশপাশে থাকা ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লেইনসহ অনেক অতিথির সঙ্গে হাত মেলাতে দেখা যায় ফরাসি প্রেসিডেন্টকে।

এ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ এ ঘটনাকে কূটনৈতিক অবজ্ঞা হিসেবে উল্লেখ করেছেন। আবার কেউ কেউ বলছেন অনিচ্ছাকৃতভাবে এটি হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়