শিরোনাম
◈ আলোচিত পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়াই এখন অগ্রাধিকার: চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্কতা নিয়ে ‘ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর' ◈ স্ক্যানিং ছাড়াই চলছে বেনাপোল বন্দর দিয়ে পণ্য প্রবেশ, ঝুঁকিতে নিরাপদ বাণিজ্য! ◈ বিশ্ববিদ্যালয় ছাত্র খুন: প্রেমিকাকেও দেখা গেল সিসিটিভিতে, মামলায় নেই তার অস্তিত্ব ◈ দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে ◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:৩৭ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬ হাজার কোটি রুপি বিনিয়োগ করে মার্কিন হাসপাতাল ভারতে আনছে আদানি

ভারতের মুম্বাই ও আহমেদাবাদে ‘আদানি হেলথ সিটি’ প্রকল্পের অধীনে দুটি স্বাস্থ্যকেন্দ্র চালু করতে যাচ্ছেন দেশটির অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানি। ৬ হাজার কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার কোটি টাকা) বিনিয়োগে তৈরি হতে যাওয়া এই স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা মায়ো ক্লিনিক গ্লোবাল কনসালটিংয়ের সঙ্গে চুক্তি করেছে আদানি গ্রুপ। প্রযুক্তিগত সহায়তা দেবে এই মার্কিন সংস্থা।

গৌতম আদানি বলেন, ‘দুই বছর আগে আমার ৬০তম জন্মদিনের উপহার হিসেবে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও দক্ষতা উন্নয়নের জন্য বরাদ্দের ঘোষণা দিয়েছিল আমার পরিবার। এই স্বাস্থ্যকেন্দ্রগুলো সেই ৬০ হাজার কোটি রুপির প্রতিশ্রুতির প্রথম প্রকল্প। আদানি পরিবার পুরো খরচ বহন করবে, যাতে ভারতের সব স্তরের মানুষের জন্য উন্নতমানের ও সাশ্রয়ী চিকিৎসা ও মেডিকেল শিক্ষার সুযোগ নিশ্চিত করা যায়।’

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, প্রতিটি আদানি হেলথ সিটি ক্যাম্পাসে থাকবে ১ হাজার শয্যার মাল্টি-সুপার-স্পেশালিটি হাসপাতাল। একটি মেডিকেল কলেজ থাকবে, যেখানে প্রতি বছর ১৫০ জন স্নাতক শিক্ষার্থী, ৮০ জন আবাসিক চিকিৎসক ও ৪০ জনের বেশি ফেলো শিক্ষার্থী ভর্তি হতে পারবে। এ ছাড়া, এখানে ট্রানজিশনাল কেয়ার, পুনর্বাসন সুবিধা এবং অত্যাধুনিক গবেষণা কেন্দ্রও থাকবে।

আদানি গ্রুপ এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রভিত্তিক মায়ো ক্লিনিক গ্লোবাল কনসালটিং তাদের সঙ্গে কাজ করছে। এটি প্রতিষ্ঠানগুলোর সাংগঠনিক লক্ষ্য ও চিকিৎসা পদ্ধতি নিয়ে কৌশলগত পরামর্শ দেবে। মায়ো ক্লিনিক প্রযুক্তির সংযুক্তি, বিশেষ করে ডিজিটাল ও তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়ন সম্পর্কিত দিকনির্দেশনাও দেবে।

গৌতম আদানি এক্সে এক পোস্টে বলেন, ‘মায়ো ক্লিনিকের সঙ্গে অংশীদারত্বে আদানি হেলথ সিটি চালু করতে পেরে গর্বিত। আমরা বিশ্বমানের চিকিৎসা গবেষণা, সাশ্রয়ী স্বাস্থ্যসেবা ও মেডিকেল শিক্ষার দিগন্ত খুলে দিচ্ছি। আহমেদাবাদ ও মুম্বাইয়ে দুটি ১ হাজার শয্যার হাসপাতাল ও মেডিকেল কলেজ দিয়ে আমাদের যাত্রা শুরু করছি। আমাদের লক্ষ্য, ভারতের প্রতিটি প্রান্তে অত্যাধুনিক চিকিৎসা উদ্ভাবন পৌঁছে দেওয়া। সুস্থ ও শক্তিশালী ভারতের পথে এগিয়ে চলার এটি কেবল শুরু!’

আদানি গ্রুপের চেয়ারম্যান বলেন, ‘আমি বিশ্বাস করি, বিশ্বের বৃহত্তম সমন্বিত অলাভজনক চিকিৎসা প্রতিষ্ঠান মায়ো ক্লিনিকের সঙ্গে আমাদের অংশীদারত্ব ভারতের স্বাস্থ্যসেবার মান বিশেষ করে জটিল রোগের চিকিৎসা ও চিকিৎসা-সংক্রান্ত উদ্ভাবনের ক্ষেত্রে উন্নত করতে সহায়ক হবে।’

গত বছর আদানির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ। অভিযোগে বলা হয়, আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানি ও শীর্ষ কিছু কর্মকর্তা ভারতীয় বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত চুক্তি পেতে ২৬৫ মিলিয়ন ডলার ঘুষ দিয়েছেন। তবে আদানি গ্রুপ এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়