বয়স্কদের দেখলে সম্মান জানাতে হয়— এমন শিক্ষা পৃথিবীর সব জায়গায়, সব ধর্মে দেওয়া হয়। সেটি আরেকবার দেখা গেল মক্কার পবিত্র কাবা শরীফে।
কাবাভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন গত শনিবার (৮ ফেব্রুয়রি) একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওটির ক্যাপশনে বলা হয়েছে, “কাবার ইমামদের মধ্যে সম্মান… শিডিউলে এ সপ্তাহে শেখ ইয়াসির আল দাওসারির ফজর নামাজ পড়ানোর কথা। কিন্তু তিনি যখন ইমাম এরিয়ায় প্রবেশ করেন, তখন তিনি কাবার সবচেয়ে বয়স্ক ও জ্যেষ্ঠ ইমাম, শেখ সালিহ বিন হুমাইদকে দেখতে পান। সম্মান জানাতে তিনি তার (নামাজ পড়ানোর) দায়িত্ব তাকে দেন।”
এদিকে ইসলামে সম্প্রীতি ও সম্মানের ক্ষেত্রে বেশ গুরুত্বারোপ করা হয়েছে। মহান আল্লাহ তায়ালা ও হযরত মোহাম্মদ (সাঃ) বয়স্কদের প্রতি সম্মান জানাতে বলেছেন।
কাবা হলো পৃথিবীর সবচেয়ে পবিত্রতম স্থান। সেখানে রয়েছে আল্লাহর ঘর। প্রতিদিন কাবায় নামাজ আদায় করতে হাজার হাজার মানুষ মক্কায় যান। সেখানে সব ধর্মবর্ণের মানুষ এক হয়ে যান। যারা ওমরাহ বা হজ করতে যান, তারা সেখানে সাদা কাপড় পরিধান করেন। এতে থাকে না কোনো ধনী-গরীবের চিহ্ন।
আপনার মতামত লিখুন :