শিরোনাম
◈ জাতীয় নির্বাচনের পূর্ণ প্রস্তুতি নিচ্ছে বিএনপি-জামায়াত ◈ চলতি মাসের মধ্যেই নতুন দলের আত্মপ্রকাশ, কমিটিতে দেড় শতাধিক ছাত্রনেতা ◈ শহীদ মিনারে ৬ দফা দাবিতে বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচি (ভিডিও) ◈ দুর্নীতি সূচকে দুই ধাপ অবনতি বাংলাদেশের (ভিডিও) ◈ রাস্তায়-মাঠে-ময়দানে-রাজপথে কোনো অপরাধীকে দেখতে চাই না: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ থানার সামনে টিকটক ভিডিও বানানো সেই আ.লীগ নেত্রী আটক (ভিডিও) ◈ পুলিশ ও আদালত ঠিকমতো কাজ করলে মবের প্রকোপ কমবে: আইন উপদেষ্টা (ভিডিও) ◈ পূর্ণ সক্ষমতায় আদানিকে বিদ্যুৎ সরবরাহের আহ্বান বাংলাদেশের ◈ জনতা কোথায়, ছাত্ররাই তো দেশ চালাচ্ছে, এই আন্দোলনের নাম হবে বুলডোজার রেভ্যুলিউশন : অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ◈ আ.লীগ নেতাকে ছাড়াতে থানায় স্বেচ্ছাসেবক দল নেতা, পুলিশকে মারধর (ভিডিও)

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:৫০ বিকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূমধ্যসাগরে আবারও ৬৬ আরোহী নিয়ে নৌকাডুবি

আবারও ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের বহন করা একটি নৌকা ডুবে গেছে। আজ সোমবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়ার উপকূলে ডুবে যাওয়া ওই নৌকায় পাকিস্তানিসহ একাধিক দেশের নাগরিক ছিলেন। তবে যাত্রীদের অবস্থা এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, দেশটির কর্মকর্তারা পাকিস্তানি নাগরিকদের বিষয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করছে। এক বিবৃতিতে তারা জানান, লিবিয়ার উত্তরপশ্চিমাঞ্চলের জাওয়াইয়া উপকূলের মারসা ডেলার বন্দরের কাছে নৌকাটি ডুবে যায়। তখন নৌকাটিতে ৬৫ জন আরোহী ছিলেন। 

ত্রিপোলির পাকিস্তান দূতাবাস জানায়, তারা জাওয়ােইয়া হাসপাতলে খোঁজ নিচ্ছেন। নিহতদের মধ্যে কেউ পাকিস্তানি রয়েছেন কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।  

এর আগে চলতি বছর জানুয়ারিতে আফ্রিকার মরিশানিয়া থেকে স্পেন যাওয়ার পথে নৌকাডুবে ৪০ পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়েছিল। ওই নৌকায় ৮৬ জন আরোহী ছিল। তাদের মধ্যে ৬৬ জনই ছিলেন পাকিস্তানি। তারও আগে ১৩ ও ১৪ ডিসেম্বর গ্রিসের কাছে নৌকাডুবে ৮০ জনেরও বেশি পাকিস্তানি মারা গিয়েছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়