শিরোনাম
◈ আলোচিত পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়াই এখন অগ্রাধিকার: চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্কতা নিয়ে ‘ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর' ◈ স্ক্যানিং ছাড়াই চলছে বেনাপোল বন্দর দিয়ে পণ্য প্রবেশ, ঝুঁকিতে নিরাপদ বাণিজ্য! ◈ বিশ্ববিদ্যালয় ছাত্র খুন: প্রেমিকাকেও দেখা গেল সিসিটিভিতে, মামলায় নেই তার অস্তিত্ব ◈ দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে ◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৫০ রাত
আপডেট : ১০ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে সেনাসহ নিহত ৩৩

ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩১ মাওবাদী নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, রোববার (৯ ফেব্রুয়ারি) বিজাপুর জেলার ইন্দ্রাবতী জাতীয় উদ্যানের গভীরে এই সংঘর্ষ ঘটে।

সংঘর্ষে দুই নিরাপত্তা সদস্যও প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও দুজন। তবে আহতদের অবস্থা স্থিতিশীল এবং তাদের চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোশ্যাল মিডিয়ার এক পোস্টে এ ঘটনার কথা জানিয়ে বলেন, ভারতকে নকশালমুক্ত করার পথে বিজাপুরে নিরাপত্তা বাহিনী একটি বড় সাফল্য অর্জন করেছে। তিনি নিহত দুই সেনা সদস্যের প্রতি সমবেদনা জানিয়ে লেখেন, এই দেশ তাদের কাছে চিরকাল কৃতজ্ঞ থাকবে।

অমিত শাহ আরও জানান, এই অভিযানে ৩১ জন নকশালকে হত্যা করা হয়েছে এবং বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এসময় তিনি জোর দিয়ে বলেন, ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে আমরা ভারত থেকে নকশালবাদ উচ্ছেদ করবো।

সংঘর্ষের পর নিরাপত্তা বাহিনী ৩১ জন মাওবাদীর মরদেহ উদ্ধার করেছে, যাদের মধ্যে বেশ কয়েকজনের পরনে সামরিক ইউনিফর্ম পরা ছিল। ঘটনাস্থল থেকে একে-৪৭ রাইফেল, সেলফ লোডিং রাইফেল, ইনসাস এবং গ্রেনেড লঞ্চারসহ বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধার করা হয়েছে।

চলতি বছর ছত্তিশগড়ে মোট ৪৯ জন মাওবাদী পৃথক সংঘর্ষে নিহত হয়েছেন। গত বছর রাজ্যটিতে নিরাপত্তা বাহিনীর হাতে ২১৯ জন নিহত হন। সূত্র: এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়