শিরোনাম
◈ লজ্জা না থাকলে বাধ্য করেই সরানো হোক কুয়েট ভিসিকে: সারজিস আলম ◈ শেষ মি‌নি‌টের গো‌লে অ্যাস্টন ভিলাকে হারা‌লো ম্যানচেস্টার সিটি ◈ পিএসএল: রিশাদ ২ উইকেট পে‌লেও তার দল লাহোর কালান্দাস হে‌রে গে‌ছে  ◈ বিয়ে করলে বা বাচ্চা হলেই মিলবে টাকা, অঢেল সুযোগ! জন্মহার বৃদ্ধি করতে পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের ◈ অক্সফোর্ড কলেজে শতাব্দীর রীতি: দাস নারীর খুলিতে তৈরি পাত্রে পরিবেশন হতো পানীয়! ◈ বেসরকারি খাতে ঋণের চাহিদা কম: বাণিজ্যিক ব্যাংকের ওপর সরকারের নির্ভরতা বেড়েছে ◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও)

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:১০ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোদীর সফরের মুখেই ট্রাম্পের শুল্ক-ঘোষণা

ট্রাম্প ঘোষণা করেছেন, সামনের সপ্তাহে পাল্টা শুল্ক সম্পর্কে তাঁর পরিকল্পনা প্রকাশ্যে আনবেন। সোম বা মঙ্গলবার এ নিয়ে সাংবাদিক বৈঠক করবেন তিনি।

অনুপ্রবেশ কিংবা সস্তায় ওষুধ কেনা, তাঁর দাবি, তাঁর দেশকেই নানা ভাবে লুটছে বিদেশি শক্তিগুলি। তাই বিদেশি পণ্যের উপরে ‘পাল্টা শুল্ক’ বসাতে চান ডোনাল্ড ট্রাম্প। কিছু দিন আগে ঘোষণা করেছিলেন, মেক্সিকো ও কানাডার পণ্যের উপরে ২৫% আমদানি শুল্ক চাপানো হবে। চিনের পণ্যে ১০% আমদানি শুল্ক। তবে কানাডা ও মেক্সিকোর সঙ্গে আলোচনার পরে স্থগিত রাখেন সিদ্ধান্ত। আজ ট্রাম্প ঘোষণা করেছেন, সামনের সপ্তাহে পাল্টা শুল্ক সম্পর্কে তাঁর পরিকল্পনা প্রকাশ্যে আনবেন। সোম বা মঙ্গলবার এ নিয়ে সাংবাদিক বৈঠক করবেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওয়াশিংটন ডিসি সফরের ঠিক আগেই।

১২ ও ১৩ ফেব্রুয়ারি, দু’দিনের সফরে আমরিকা যাচ্ছেন মোদী। তার মুখে ট্রাম্পের এই ঘোষণা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন কূটনীতিকরা। ওভাল অফিসে সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেছেন, ‘‘সামনের সপ্তাহে ঘোষণা করব— পাল্টা শুল্ক নিয়ে— যাতে অন্য দেশগুলোর মতো আমাদের সঙ্গেও সকলে সমান আচরণ করে। বেশিও না, কমও না।’’

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা আমেরিকা সফরে গিয়েছেন। তাঁর সঙ্গে বৈঠকের মাঝে ট্রাম্প বলেন, ‘‘আমাদের এই পদক্ষেপ সকলের উপর প্রভাব ফেলবে।’’ শোনা যাচ্ছে, আমদানি করা অটোমোবাইলের উপর শুল্ক চাপানো হবে। এ নিয়ে অনেক দিনের পরিকল্পনা রয়েছে। আনন্দবাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়