দিল্লির বিধানসভা নির্বাচনের শুরু থেকেই বিজেপির জয়ের আভাস পাওয়া যাচ্ছিল। নির্বাচনে নিজের আসনেই হেরে গেছেন আম আদমি পার্টির নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ২০১৩ সাল থেকে তিনি নয়া দিল্লির এই আসনে জয় পেয়ে আসছিলেন। এবার এ আসনে জয়ী হয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী প্রভেশ ভার্মা।
নির্বাচনের ফলাফলে বেশ ভালো ব্যবধানেই এগিয়ে গেছে বিজেপি। বিধানসভার ৭০টি আসনের মধ্যে বিজেপি ৮টিতে জয় নিশ্চিত করেছে এবং ৪০টিতে এগিয়ে আছে। অন্যদিকে আম আদমি পার্টি ৯টি আসনে জয়ী হয়েছে এবং ১৩টিতে এগিয়ে আছে। তবে কংগ্রেস এখনও কোনো আসনেই জয় নিশ্চিত করতে পারেনি।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দিল্লির বিধানসভার নির্বাচনী ফলাফল গণনা শুরু হয়। এদিন শুরু থেকেই বিজেপিকে এগিয়ে থাকতে দেখা যায়। এক পর্যায়ে বিজেপি ও আপের মধ্যে লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যায়। তবে শেষ পর্যন্ত দিল্লি দখলের লড়াইয়ে এগিয়ে যায় বিজেপি। ফলে দীর্ঘ ২৭ বছর পর দিল্লি দখল করতে চলেছে বিজেপি।
দিল্লি বিধানসভায় জিততে হলে কোনো দলকে ৩৬ আসনে জয় পেতে হবে। তাই এখন পর্যন্ত প্রকাশিত ফলাফলে বিজেপির দিল্লি দখলের বিষয়টি নিশ্চিতই বলা যায়। কারণ এরই মধ্যেই তারা ম্যাজিক ফিগার অতিক্রম করে ফেলেছে।
এদিকে ভোটের ফল মেনে নিয়ে কেজরিওয়াল বলেন, দিল্লির জনতার এই রায় আমরা মাথা পেতে নিচ্ছি। বিজেপিকে জয়ের জন্য অভিনন্দন। যে আশা নিয়ে মানুষ ওদের ভোট দিয়েছেন, আশা করি ওরা তা পূরণ করব। গত ১০ বছরে আমরা অনেক কাজ করেছি। দিল্লিতে শিক্ষা, স্বাস্থ্য সবক্ষেত্রে মানুষের জীবনযাত্রার মান উন্নত করার চেষ্টা করেছি।
তিনি বলেন, আমরা রাজধানীর পরিকাঠামোগত উন্নয়নের চেষ্টা করেছি। আর এখন দিল্লির মানুষের রায় অনুযায়ী আমরা এখানে গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করব। মানুষের সুখে-দুঃখে পাশে থাকব। রাজনীতিতে আমরা কোনো লাভের আশা নিয়ে আসিনি। রাজনীতি হলো মানুষের জন্য কাজ করার মাধ্যম।
অপরদিকে দিল্লিতে আম আদমি পার্টিকে হারিয়ে মোদী বলেন, জনশক্তি সর্বশ্রেষ্ঠ! উন্নয়নের জয় হলো। সুশাসনের জয় হলো। বিজেপিকে এই অভাবনীয় এবং ঐতিহাসিক জয় দেওয়ার জন্য দিল্লির প্রিয় বোন ও ভাইদের কাছে মাথানত করছি। এই আশীর্বাদ পেয়ে আমরা গর্বিত।
আপনার মতামত লিখুন :