শিরোনাম
◈ জনগণের আস্থা না থাকলে পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে না : ডিএমপি  ◈ ডিআইজিসহ ৩ পুলিশ সুপার আটক ◈ বিপিএল সেরা একাদশ বানালো ক্রিকইনফো ◈ রাতের মধ্যে গ্রেফতার না করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-পুলিশের বিপক্ষে দাঁড়াতে হবে: সারজিস আলম (ভিডিও) ◈ গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি ◈ ৬৪ জেলায় নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে বিএনপির কর্মসূচি ◈ শেখ হাসিনা দালাই লামা নন, ভারতের উচিত তাকে সমর্থন বন্ধ করা: দ্য প্রিন্ট ◈ ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ ◈ মাস্টারমাইন্ড বিশ্বাস করি না, ছাত্র নেতৃত্বে গণঅভ্যুত্থান: জামায়াত আমির (ভিডিও) ◈ গাজীপুরে হামলার ঘটনায় ওসি প্রত্যাহার, গ্রেপ্তার ১৬

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:৪৪ বিকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কপিলমুনিতে ওলামা লীগ নেতার উদ্বোধনে প্রধান অতিথি জামায়াত নেতা

সিকান্দার আলি, পাইকগাছা(খুলনা)প্রতিনিধি : খুলনার পাইকগাছায় মসজিদে জুম্মা নামাজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত নেতা আলতাফ হোসেন। আর উদ্বোধন করলেন বহুল বিতর্কিত ওলামা লীগ নেতা কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সাত্তার। এই ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জানা যায়, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) উপজেলার কপিলমুনি ইউপির ভৈরব ঘাটা জুম্মা মসজিদের শুভ উদ্বোধন করা হয়। প্রধান অতিথি উপস্থিত ছিলেন জামাতের উপজেলা সাধারণ সম্পাদক আলতাফ হোসাইন। 

উদ্বোধন করেন বহুল বিতর্কিত ওলামা লীগ নেতা অধ্যক্ষ ওলামা আব্দুস সাত্তার। মসজিদে উপস্থিত মুসল্লিরা জানান, বহুল বিতর্কিত ও আলোচিত ওলামা লীগ নেতা মাও আব্দুস সাত্তার আওয়ামীলীগ ক্ষমতায় থাকার সময় বিভিন্ন মানুষকে ক্ষমতার অপব্যবহার করে হয়রানি করে। তাকে দিয়ে উদ্বোধন করায় আমরা হতভম্ব হয়েছি। পাশে মসজিদ থাকলে আমরা অন্য মসজিদে নামাজ আদায় করতে জেতাম। উপস্থিত শিবিরের এক নেতা জানান, আমরা যেয়ে দেখি অধ্যক্ষ মাও আব্দুস সাত্তার উপস্থিত আছেন। আগে জানলে যেতাম না।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগের সাবেক এমপি মোঃ আক্তারুজ্জামান বাবুর হাত ধরে ওলামা লীগে যোগদান করেন। তার পর থেকে কপিলমুনি ও আশপাশের এলাকার বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করাতেন। এখন ভোল পাল্টে বিএনপি ও জামায়াতের ছায়াতলে আশ্রয় নিচ্ছেন। এবিষয়ে জানতে উপজেলা জামায়াতের সেক্রেটারি আলতাফ হোসাইন ব্যবহৃত দুটি মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি। ৭ সদস্য বিশিষ্ট মসজিদ কমিটির সদস্য মমিন জানান, আমরা জানতাম না সে ওলামা লীগের নেতা। এটা নিয়ে উপস্থিত মুসল্লিদের মধ্যে কথা হয়েছে। কিন্তু কি আর করবো,যখন এসে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়