শিরোনাম
◈ আমরা আমাদের তরুণদের চীনে পড়াশোনা ও ভাষা শেখায় উৎসাহিত করব : প্রধান উপদেষ্টা ◈ শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমনের ওপর জোর দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার ◈ হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’ ◈ মারা গেলেন পোপ ফ্রান্সিস ◈ বাংলাদেশের নতুন বাঁধ নিয়ে ভারতের উদ্বেগ, সীমান্তে প্রতিনিধিদল (ভিডিও) ◈ আগামী নির্বাচনে অংশ নিতে চান শাজাহান খান ◈ চাঁনখারপুল গণহত্যা : সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ প্রতিবেদন ◈ এবার ব্যাংক হিসাব তলব মডেল মেঘনা আলমের ◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:২১ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে, ভরাডুবির শঙ্কায় কেজরিওয়াল, এগিয়ে বিজেপি

ভারতের দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এ কাজ শুরু করেন। প্রথমে চলছে পোস্টাল ব্যালটের গণনা। সন্ধ্যা ৬টা পর্যন্ত গণনা চলবে। এরপর জানা যাবে কার হাতে যাচ্ছে দিল্লির বিধানসভার নিয়ন্ত্রণ।

সকাল সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এগিয়ে রয়েছে। হিন্দুস্তান টাইমসের তথ্য বলছে, বিজেপির প্রার্থীরা ৪০ আসনে এগিয়ে রয়েছেন। অপরদিকে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি (আপ) ২৬টি আসনে জয়ের পথে। ৭০ আসনবিশিষ্ট বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ৩৬টি আসন।

এ পরিস্থিতিতে দিল্লির দীর্ঘদিনের নিয়ন্ত্রণ হারানোর দুশ্চিন্তায় আম আদমি পার্টি। তবে তারা এখনও আশা ছাড়ছেন না। দিল্লিতে জয় নিয়ে আত্মবিশ্বাসী বর্তমান মুখ্যমন্ত্রী আতিশী। শনিবার সকালে তিনি বলেন, ‘এটা কোনো সাধারণ ভোট নয়। এটা শুভ এবং অশুভের লড়াই। আমি নিশ্চিত, দিল্লির মানুষ শুভর সঙ্গে থাকবেন। কেজরিওয়াল চতুর্থ বারের জন্য় মুখ্যমন্ত্রী হবেন।’

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে সব আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। পরে বুথফেরত জরিপে পিপলস পালস নামে একটি সংস্থা জানিয়েছে, নির্বাচনে ৭০টির মধ্যে ৫১ থেকে ৬০টি আসন পাবে বিজেপি। আর অরবিন্দ কেজরিওয়ালের ক্ষমতাসীন দল আম আদমি পার্টি (এএপি) ১০ থেকে ১৯টি আসন পেতে পারে। অন্যদিকে কোনো আসন পাবে না রাহুল গান্ধীর কংগ্রেস।

অথচ দিল্লিতে আম আদমি পার্টির দাফট বরাবরই ছিল। গত বিধানসভা ভোটের ফলও আপের পাল্লা ছিল বেশ ভারী। ওই বার ৬২টি আসনে জয়ী হয়েছিল আপ। মাত্র ৮টি আসনে জয়ী হয় বিজেপি। কংগ্রেস কোনো বিজয় পায়নি। আপ ৫১ শতাংশ, বিজেপি ৩৯ শতাংশ এবং কংগ্রেস পায় প্রায় সোয়া চার শতাংশ ভোট।

অবশ্য এবার দুর্নীতির মামলায় গ্রেপ্তারের পর কেজরিওয়ালের দল নাস্তানাবুদ। এ সুযোগ কাজে লাগাতে চাইছে বিজেপি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়