শিরোনাম
◈ ‘বিএনপি কর্মীদের’ হামলায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ৩ সাংবাদিক আহত ◈ পাঁচদিনের ব্যবধানে ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা, বৃহস্পতিবার থেকে কার্যকর ◈ আমরা কী করলাম সেটি ভবিষ্যৎ প্রজন্ম বিচার করবে: প্রধান উপদেষ্টা ◈ আলজেরিয়ার সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ◈ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে : হাসনাত আব্দুল্লাহ ◈ বাধ্যতামূলক অবসরের বিধান বাতিলের সুপারিশ ◈ উত্তাল ধানমন্ডি ৩২, ব্যাপক ভাঙচুরের পর বাড়িতে আগুন (ভিডিও) ◈ ধানমন্ডিতে বাসায় কাজের বুয়ার পরিচয়ে চাকরি নিয়ে দুর্ধর্ষ চুরি ◈ রোজায় নয়, গ্রীষ্মে লোডশেডিং হতে পারে : বিদ্যুৎ উপদেষ্টা ◈ পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনাকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে : তারেক রহমান 

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০৯ বিকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যেকারনে বাংলাদেশের সঙ্গে ১৭৫ কি.মি. অংশে বেড়া নির্মাণ বাস্তবসম্মত নয়, জানাল ভারত

বাংলাদেশের সঙ্গে সীমান্তের প্রায় ৭৯ শতাংশ কাঁটাতারের বেড়া দেয়া ভারত সম্পন্ন করলেও এখনো প্রায় ৮৬৪ দশমিক ৪৮ কিলোমিটার অংশে বেড়া নির্মাণ বাকি রয়েছে। আর অন্য ১৭৪.৫১ কিলোমিটার অংশে বেড়া নির্মাণ করা বাস্তবসম্মত নয় বলে মনে করা হয়। সেখানে ভূমিধসের শঙ্কা এবং কিছু এলাকায় জলাভূমি রয়েছে। তবে বাকি অংশে বেড়া দেয়ার কাজ চলছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) লোকসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে এ এসব তথ্য দেন তিনি। দেশটির প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

ভারত-বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য ৪ হাজার ৯৬ দশমিক ৭০ কিলোমিটার, এর মধ্যে ৩ হাজার ২৩২ দশমিক ২২ কিলোমিটারে কাঁটাতারের বেড়া দেয়া হয়েছে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সীমান্তে বেড়া নির্মাণের জন্য জমি অধিগ্রহণ, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আপত্তি, সীমিত কাজের সময় এবং ভূমিধসের শঙ্কা বা জলাভূমির এলাকাসহ বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে।

লোকসভায় প্রশ্নের জবাবে তিনি আরও জানান, ভারত সরকার সীমান্ত নিরাপত্তাব্যবস্থা, যার মধ্যে বেড়া নির্মাণও অন্তর্ভুক্ত, বাস্তবায়নের ক্ষেত্রে সব প্রোটোকল ও চুক্তি মেনে চলবে বলে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে। দুই দেশের সরকার এবং বিএসএফ ও বিজিবির মধ্যে এসব বিষয়ে চুক্তি হয়েছে।

তিনি আরও বলেন, ভারত সরকারের প্রত্যাশা, বাংলাদেশ পূর্বের সব সমঝোতা কার্যকর করবে এবং সীমান্ত অপরাধ মোকাবিলায় সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি বজায় থাকবে। বাংলাদেশ সরকারকে এটি জানানো হয়েছে। অনুবাদ: চ্যানেল ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়