শিরোনাম
◈ চাঞ্চল্যকর তথ্য দিলেন পলক, কে কে লুকিয়ে ছিলেন সংসদ ভবনে ◈ আজহারীর কড়া সমালোচনা: ‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ ধর্মীয় মূল্যবোধকে করেছে উপেক্ষা, বিলুপ্তির দাবি ◈ সৎ মাকে নির্যাতনের মামলায় অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ কাশ্মীরে পর্যটক হত্যার নিন্দা জানাই, তবে পেছনে কারা জানা প্রয়োজন: আসিফ নজরুল ◈ কাশ্মীর হামলায় ভারতের 'রাজনৈতিক ফায়দা' তোলার চেষ্টা: পাকিস্তানি গণমাধ্যমের অভিযোগ ◈ হেফাজত নেতাদের রাজনৈতিক হয়রানিমূলক মামলা তুলে নেওয়া হচ্ছে: আসিফ নজরুল ◈ আদালতে ফুঁপিয়ে কাঁদলেন তুরিন আফরোজ, সান্ত্বনা দিলেন ইনু–শহিদুল হক–ছাত্রলীগ নেতা ◈ বৈষম্যবিরোধী আন্দোলনে মামলায় আসামি গ্রেফতারে লাগবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি: হাইকোর্ট ◈ দিল্লি নেমেই বিমানবন্দরেই জরুরি নিরাপত্তা বৈঠক মোদির ◈ কাশ্মীরের পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলায় গর্জে উঠলেন গম্ভীর! ক্রিকেটার‌দের প্রতিবাদ

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:৪৪ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আয়করে সবচেয়ে বড় ছাড় ঘোষণা, মানুষের হাতে টাকা রাখতে বড় পদক্ষেপ নিল ভারত

ভারত সরকার সম্প্রতি আয়করে সবচেয়ে বড় ছাড় ঘোষণা করেছে। গত এক দশকের মধ্যে এটি সবচেয়ে বড় কর সংশোধন। নতুন কর কাঠামোর আওতায়, যাদের বার্ষিক আয় ১২ লাখ ৮০ হাজার রুপি পর্যন্ত, তাদের কর দিতে হবে না। আগে এ সীমা ছিল ৭ লাখ রুপি।

ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আশা প্রকাশ করে বলেন, এই নতুন কর কাঠামোয় মানুষের হাতে বেশি টাকা রেখে সঞ্চয় ও খরচ দুটোই বাড়াতে সহায়ক হবে।

দেশটিতে বছরে ২৫ লাখ রুপি আয় করলে আগে ৪ লাখ ৫৭ হাজার রুপি কর দিতে হতো, কিন্তু এখন তা কমে ৩ লাখ ৪৩ হাজার রুপি হবে। করছাড়ে বছরে প্রায় ১ লাখ ১৪ হাজার রুপি কম কর দিতে হবে। অর্থাৎ করাদাতার কাছে মাসে প্রায় সাড়ে ৯ হাজার রুপি সঞ্চয় থাকবে।

তবে এই করছাড়ের ফলে সরকারের রাজস্ব আয় কমবে। সরকার ধারণা করছে, প্রতি বছর প্রায় এক ট্রিলিয়ন রুপি রাজস্ব আয় কমে যেতে পারে। কিন্তু এর উদ্দেশ্য হলো মধ্যবিত্তের হাতে বেশি টাকা রেখে খরচ বাড়ানো এবং বাজারে চাঙাভাব সৃষ্টি করা।

ভারতের অর্থসচিব তুহিন কান্তা পান্ডে বলেছেন, সরকারের এই পদক্ষেপ মূলত মানুষের খরচ ও বিনিয়োগ বাড়ানোর জন্য। অনেকেই আশা করছেন, করদাতারা নতুন কর কাঠামো গ্রহণ করবে। ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ৭৫ শতাংশ করদাতা নতুন পদ্ধতিতে রিটার্ন জমা দেবেন। উৎস: কালবেলা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়