শিরোনাম
◈ আজহারীর কড়া সমালোচনা: ‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ ধর্মীয় মূল্যবোধকে করেছে উপেক্ষা, বিলুপ্তির দাবি ◈ সৎ মাকে নির্যাতনের মামলায় অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ কাশ্মীরে পর্যটক হত্যার নিন্দা জানাই, তবে পেছনে কারা জানা প্রয়োজন: আসিফ নজরুল ◈ কাশ্মীর হামলায় ভারতের 'রাজনৈতিক ফায়দা' তোলার চেষ্টা: পাকিস্তানি গণমাধ্যমের অভিযোগ ◈ হেফাজত নেতাদের রাজনৈতিক হয়রানিমূলক মামলা তুলে নেওয়া হচ্ছে: আসিফ নজরুল ◈ আদালতে ফুঁপিয়ে কাঁদলেন তুরিন আফরোজ, সান্ত্বনা দিলেন ইনু–শহিদুল হক–ছাত্রলীগ নেতা ◈ বৈষম্যবিরোধী আন্দোলনে মামলায় আসামি গ্রেফতারে লাগবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি: হাইকোর্ট ◈ দিল্লি নেমেই বিমানবন্দরেই জরুরি নিরাপত্তা বৈঠক মোদির ◈ কাশ্মীরের পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলায় গর্জে উঠলেন গম্ভীর! ক্রিকেটার‌দের প্রতিবাদ ◈ মে ও জুন মা‌সে দশটি আন্তর্জা‌তিক টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৫, ০৭:২৯ বিকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন আসক্তিহীন ব্যথানাশক ওষুধের অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র 

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) সম্প্রতি একটি নতুন ব্যথানাশক ওষুধের অনুমোদন দিয়েছে, যা অপিওয়েড মুক্ত এবং আসক্তির ঝুঁকিবিহীন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ‘জর্নাভেক্স’ নামে বাজারে আসা সুজেট্রিজিন নামক এই ওষুধটি ব্যথার সংকেত মস্তিষ্কে পৌঁছানোর আগেই কাজ শুরু করবে। 

এই ওষুধটি তৈরি করেছে ভার্টেক্স ফার্মাসিউটিক্যালস, যারা দাবি করছে এটি মাঝারি থেকে তীব্র ব্যথা উপশমে কার্যকর এবং প্রচলিত অপিওয়েড জাতীয় ওষুধের মতো আসক্তি তৈরি করবে না। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ব্যথানাশক ওষুধের অপব্যবহার ও আসক্তি সমস্যার মুখোমুখি। ২০১৭ সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে ‘জাতীয় সংকট’ হিসেবে চিহ্নিত করে জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) তথ্য অনুযায়ী, ২০২২ সালে ৮২ হাজারের বেশি মানুষ অপিওয়েড জাতীয় ওষুধের অতিরিক্ত মাত্রা গ্রহণের কারণে মারা গেছে।

প্রচলিত অপিওয়েড জাতীয় ব্যথানাশক ওষুধ ব্যথা উপশমের পাশাপাশি মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ ঘটিয়ে ইউফোরিয়ার অনুভূতি তৈরি করে, যা আসক্তির দিকে নিয়ে যেতে পারে। গবেষণায় দেখা গেছে, অপিওয়েড চিকিৎসা গ্রহণকারী প্রতি ১০ জনের মধ্যে ১ জন দীর্ঘমেয়াদে এ ধরনের ওষুধের প্রতি আসক্ত হয়ে পড়েন।

তবে নতুন ওষুধ ‘জর্নাভেক্স’ আলাদা প্রক্রিয়ায় কাজ করে। এটি ব্যথার সংকেত মস্তিষ্কে পৌঁছানোর আগেই প্রতিরোধ করে, ফলে অপিওয়েডের মতো আসক্তির ঝুঁকি থাকে না। ভার্টেক্স ফার্মাসিউটিক্যালস বলছে, এটি গত ২০ বছরে অনুমোদন পাওয়া প্রথম নতুন ব্যথানাশক ওষুধ। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রেশমা কেওয়ালরামানি এটিকে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ হিসেবে উল্লেখ করেছেন।

যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় ৮ কোটি মানুষ মাঝারি থেকে তীব্র ব্যথার ওষুধ গ্রহণ করে, তাদের জন্য এটি নতুন বিকল্প হতে পারে। ভার্টেক্স জানিয়েছে, এই ওষুধের প্রতি ক্যাপসুলের মূল্য হবে ১৫.৫০ ডলার (প্রায় ১,৯০০ টাকা)। তবে এটি শিশুদের জন্য নিরাপদ ও কার্যকর কিনা, তা নিয়ে এখনো গবেষণা চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়