এয়ার ফোর্স ওয়ানে চড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম বিদেশ সফরের গন্তব্য হতে পারে উপসাগরীয় দেশ সৌদি আরব। শনিবার (২৫ জানুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ঐতিহ্যগতভাবে মার্কিন প্রেসিডেন্টরা ব্রিটেন সফর করলেও ট্রাম্পের প্রথম আন্তর্জাতিক গন্তব্য হতে পারে সৌদি আরব।
ট্রাম্প বলেন, শেষবার যখন তিনি সৌদি আরব সফর করেছিলেন তখন আরব দেশটি শত শত কোটি ডলারের মার্কিন পণ্য কিনতে রাজি হয়েছিল।
যদি সেই প্রস্তাবে সৌদি রাজি থাকে তবে তিনি আবার যাবেন বলে জানান।
আপনার মতামত লিখুন :