শিরোনাম
◈ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় যা বললেন ছাত্রদল সাধারণ সম্পাদক ◈ মধ্যরাতে প্রধান ফটকের তালা ভেঙে নীলক্ষেতে ইডেন কলেজের ছাত্রীরা (ভিডিও) ◈ সাত কলেজের ঘটনা ‘দুঃখজনক’, সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান প্রো ভিসি ড. মামুনের ◈ ঢাবি-সাত কলেজ সংঘর্ষ, শিবির সভাপতির বক্তব্য ◈ সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান গ্রেপ্তার ◈ ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, নীলক্ষেত নিউমার্কেট এলাকা রণক্ষেত্র (ভিডিও) ◈ তাসকিনের রেকর্ড, আবারো রাজশাহীর কাছে রংপুর রাইডার্সের অপ্রত্যাশিত হার ◈ এস কে সুরের লকারে তল্লাশি: ডলার-ইউরো, স্বর্ণসহ আরও যা পাওয়া গেল ◈ নাতির বয়সী ছেলে যদি বিএনপি মহাসচিবের বিরুদ্ধে খোঁচা দিয়ে কথা বলে, তা দু:খজনক : মেজর হাফিজ ◈ শাহবাগে মাদ্রাসার শিক্ষকদের লাঠিপেটা নিয়ে যা বললেন জামায়াত আমির

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৫, ১১:৫৩ দুপুর
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষক-শিক্ষিকার অ*সামাজিক ভিডিও ধরা পড়ল সিসিটিভিতে

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল ঘনিষ্ঠ মুহূর্ত। স্কুলের মধ্যেই ফাঁকা ঘরে ঘনিষ্ঠ স্কুলের অধ্যক্ষ ও শিক্ষিকা। এই ভিডিও  ছড়িয়ে পড়তেই তুমুল সমালোচনা ও নিন্দার ঝড় সমাজমাধ্যমে আর এর জেরে বরখাস্ত করা হয় দুই শিক্ষককেই। স্কুল চত্বরের মধ্যে অশালীন আচরণের দরুণ চাকরি যায় তাদের।

ভারতের রাজস্থানের চিতোরগড়ে ঘটেছে এই ঘটনা। চিতোরগড়ের একটি সরকারি স্কুলের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এই ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে স্কুলের অধ্যক্ষ এক শিক্ষিকাকে চুমু খাচ্ছেন, তাকে জড়িয়ে ধরছেন এবং আরও অশালীন কাজ করতে দেখা গিয়েছে তাদের। আর এই ভিডিওকে ঘিরেই চাঞ্চল্য তুঙ্গে। অন্য আরেকটি ভিডিওতে দেখা গিয়েছে, স্কুলের ডেস্কে বসে সেই অধ্যক্ষ চুইংগাম চিবোচ্ছেন অনায়াসে। স্কুল চত্বরের মধ্যে সেই স্কুলের অধ্যক্ষের অযাচিত ব্যবহার এবং অশালীন কর্মকাণ্ড যে এর আগেও তিনি করেছিলেন, তার প্রমাণ মিলেছে এই ভিডিওতে।

এই ঘটনায় প্রাথমিক তদন্ত কমিটি গঠিত হয়েছে এবং এরপরেই তদন্ত শুরু হয়েছে। জেলার শিক্ষা আধিকারিক রাজেন্দ্র শর্মা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'স্কুলের একটি ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। আমরা প্রাথমিক তদন্ত শুরু করেছি। সেই স্কুলের অধ্যক্ষ এবং সেই শিক্ষিকা দুজনকেই বরখাস্ত করা হয়েছে। একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। এই কমিটি ২-৩ দিনের মধ্যেই রিপোর্ট করবে আমাদের। আমরা যথাযথ ব্যবস্থা নেব, তাদের সাজা দেওয়া হবে'।

গত বছর অক্টোবর মাসেও ভারতের রাজস্থানের শিক্ষা দফতর এমনই একটি সরকারি স্কুলের এক শিক্ষককে বরখাস্ত করেছিল ছাত্র-ছাত্রীদের দশম শ্রেণির বোর্ড পরীক্ষার খাতা ভালভাবে না মূল্যায়ন করেই উল্টোপাল্টা নম্বর বসিয়ে দেওয়ার অপরাধে। বর্ষীয়ান শিক্ষিকা নিমিষা রানীকে এই মর্মে বরখাস্ত করা হয়। রাজস্থানের দশম শ্রেণির বোর্ড পরীক্ষার বিজ্ঞানের খাতা সঠিক মূল্যায়ন না করার দায়ে চাকরি যায় তার। সেই খাতা ভাল করে না দেখে একবারে মোট নম্বর বসিয়ে দিয়েছিলেন তিনি যা চূড়ান্ত অবহেলার সূচক। এই সাম্প্রতিক ঘটনাতেও শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ার শিক্ষকের বিরুদ্ধে বরখাস্তের পরোয়ানা জারি করেছেন। সম্প্রতি আরেক সরকারি স্কুলের ঘটনা সামনে এসেছে। ভারতের উত্তরপ্রদেশের বেরিলিতে সরকারি স্কুলে ৯ বছর ধরে ভুয়ো নথি দিয়ে চাকরি করে ধরা পড়েছেন এক পাক মহিলা। সূত্র : এবিপি আনন্দ

  • সর্বশেষ
  • জনপ্রিয়