স্ত্রীকে হ-ত্যা-র পর কয়েক টুকরো করেছেন বলে অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ভারতের হায়দ্রাবাদে ঘটেছে এই ঘটনা। খবর এনডিটিভির।
ঘটনার বিস্তারিত সম্পর্কে যায়, অভিযুক্ত ব্যক্তির নাম গুরু মূর্তি (৪৫)। তিনি স্ত্রীকে হ-ত্যা-র পর ম-র-দেহ কয়েক টু-ক-রো করেছেন। এরপর ঘটনা ধামাচাপা দিতে এসব টুকরো প্রেসার কুকারে সিদ্ধ করেছেন।
এনডিটিভি জানিয়েছে, গত ১৬ জানুয়ারি ভেনকাটা মাধবী (৩৫) নিখোঁজ হয়েছেন বলে রিপোর্ট করে তার পরিবার। এরপরেই পুলিশ তদন্ত শুরু করলে তাদের সন্দেহ হয় ভেনকাটার স্বামী গুরুর প্রতি। পুলিশ গুরুকে জিজ্ঞাসা শুরু করলে তিনি তার স্ত্রীকে হ-ত্যা-র অভিযোগ স্বীকার করেন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গুরু তার স্ত্রীকে হ-ত্যা-র পর বাথরুমে তার দে-হ কয়েক টু-ক-রা করে। এরপর স্ত্রীর দেহের বিভিন্ন অংশ প্রেসার কুকারে সিদ্ধ করেন। তিনদিন ধরে স্ত্রীর শরীরের বিভিন্ন অংশ সি-দ্ধ করেছেন গুরু। এ ছাড়া স্ত্রীর শরীরের বিভিন্ন অংশ মীরপেট লেকে পুতে রাখেন।
প্রতিবেদনে বলা হয়েছে, গুরু মূর্তি একজন সাবেক সেনাসদস্য। তিনি বর্তমানে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অরগার্নাইজেশনে (ডিআরডিও) নিরাপত্তা রক্ষী হিসেবে কর্মকর্ত আছেন। তাদের সংসারে দুই সন্তান।
এনডিটিভি বলছে, এই দম্পতির প্রায় ঝগড়া হতো। তবে গুরু কেন এবং কীভাবে এই হ-ত্যাকাণ্ড ঘটিয়েছেন- সেই সম্পর্কে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
আপনার মতামত লিখুন :