শিরোনাম
◈ চাঁনখারপুল গণহত্যা : সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ প্রতিবেদন ◈ এবার ব্যাংক হিসাব তলব মডেল মেঘনা আলমের ◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৫, ০৮:১৯ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগুন আতঙ্কে  ট্রেন থেকে লাফিয়ে নিহত ১০

ভারতে আগুন আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে পড়ে বিপরীত দিক থেকে আসা অপর ট্রেনের ধাক্কায় অন্তত ১০ নিহত হয়েছে। এ ঘটনায় অনেক মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় রেলওয়ের মুখপাত্র স্বপ্নিল নীলা।

বুধবার বিকেল ৫ টার দিকে দেশটির মহারাষ্ট্রের জলগাঁও জেলায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনাটি পাচোরার কাছে পারধাদে স্টেশনের কাছে ঘটে। পাচোরা মুম্বাই থেকে ৪০০ কিমি দূরে।

দেশটির গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, পুষ্পক এক্সপ্রেসের যাত্রীরা সন্দেহজনক আগুনে আতঙ্কিত হয়ে ট্রেনের জরুরি শিকল টানে। এরপর যাত্রীরা আতঙ্কিত হয়ে ট্রেন থেকে লাফিয়ে নামে। এসময় পাশের লাইন দিয়ে বিপরীত দিকে থেকে আসা কর্ণাটক এক্সপ্রেস ধাক্কা দেওয়ায় এ হতাহতের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে বলা হয়েছে, আগুনের ভুয়া তথ্যের কারণে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। এসময় কয়েকজন যাত্রী ট্রেন থামাতে জরুরি চেইন টেনে দেন। অনেকেই এসময় চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামেন। এসময় তারা পাশের ট্রেন লাইনে নেমে পড়েন। এদিকে, সে সময় বিপরীত দিক থেকে আসা কর্ণাটক এক্সপ্রেস তাদের ধাক্কা দেয়।

কর্তপক্ষের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলে উদ্ধারকর্মী ও স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মী পৌঁছেছে এবং উদ্ধার কাজ চলছে। তবে, মৃত্যুর সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। যারা আহত হয়েছেন তাদের অবস্থাও জানা যায়নি। বিভাগীয় রেলওয়ে ম্যানেজার এ ঘটনা তদারকি করছেন বলে জানানো হয়েছে। 

এদিকে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুতগতির পুষ্পক এক্সপ্রেস ট্রেনটি লখনৌ থেকে মুম্বাইয়ের মধ্যে চলাচল করে। আজ বিকেল ৫ টার দিকে আগুন লাগার গুজবের কারণে কেউ চেইন টেনে দেওয়ার পরে থামে বলে জানিয়েছে রেলওয়ে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়