মহারাষ্ট্রে বসবাসকারী অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দিল্লি থেকে মহারাষ্ট্র সরকারের স্বরাষ্ট্র দপ্তরকে পাঠানো একটি চিঠির মাধ্যমে এই নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের এই কঠোর নির্দেশের ফলে মহারাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে সোমবার (২০ জানুয়ারি) অবৈধভাবে বসবাসকারী ৩৩ হাজার ৬৪৮ জন বিদেশি নাগরিককে আগামী ৩১ জানুয়ারির মধ্যে তাদের যথাযথ কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেয় বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই সময়ের মধ্যে কাগজপত্র জমা না দিলে, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আইন অনুসারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বাংলাদেশ কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত নেওয়ার একদিন পরেই নিজেদের সিদ্ধান্তের কথা জানালো ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জানা গেছে, সাবেক শিবসেনা সংসদ সদস্য রাহুল শেওয়ালে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিষয়ে একটি অভিযোগ জানানোর পর এই পদক্ষেপ নেওয়া হয়। তিনি টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সেসের (টিআইএসএস) প্রস্তুতকৃত একটি প্রতিবেদনের ভিত্তিতে অভিযোগ দায়ের করেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) শিবসেনার আরেক সংসদ সদস্য মিলিন্দ দেওরা সরকারের কাছে রাজ্যে বসবাসরত সকল অবৈধ বাংলাদেশিকে দ্রুত দেশছাড়া করার আহ্বান জানান। তিনি বলেন, মুম্বাইকে নিরাপদ করতে আমি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে একটি চিঠি লিখে অনুরোধ করেছি। সেখানে আমি বলেছি, অবৈধ বাংলাদেশিদের যত দ্রুত সম্ভব দেশে ফেরত পাঠানো উচিত।
তিনি আরও বলেন, মুম্বাইকে আরও নিরাপদ করতে রাজ্যজুড়ে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের তালিকা তৈরি করা প্রয়োজন। পাশাপাশি, নথি যাচাই ছাড়া চাকরি দেওয়া এজেন্সিগুলোর বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নিতে হবে।
সম্প্রতি মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে বলিউড অভিনেতা সাইফ আলি খানের বাড়িতে অনুপ্রবেশ ও তার উপরে হামলার ঘটনা দেশটিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এ ঘটনায় মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ।
পুলিশের দাবি, হামলাকারী বাংলাদেশের নাগরিক। তিনি চুরির উদ্দেশ্যে সাইফের বাড়িতে ঢোকেন ও একপর্যায়ে অভিনেতাকে ছুরি দিয়ে কুপিয়ে গুরুতরভাবে জখম করেন। আহত সাইফ আলি খানকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার (২১ জানুয়ারি) তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
এদিকে, মুম্বাইয়ের ৮ নম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত তিন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে ভারতে প্রবেশ ও ভুয়া নথি দিয়ে বসবাসের অপরাধে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের প্রমাণের ভিত্তিতে অ্যাডিশনাল সিজেএম কাঞ্চন জানওয়ার এ রায় ঘোষণা করেন। অনুবাদ: জাগোনিউজ২৪
আপনার মতামত লিখুন :