শিরোনাম
◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি ◈ প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন আটক ◈ টাঙ্গাইলের ৭০০ বছরের নওয়াব শাহী জামে মসজিদে ৯৮ বছর ধরে চলছে অবিরাম কুরআন তিলাওয়াত

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৫, ১২:০৭ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে নদীতে ডুবল বাংলাদেশি জাহাজ

ছবি: আনন্দবাজার অনলাইনের সৌজন্যে

ভারতের ত্রিবেণী থেকে ছাই নিয়ে ফেরার সময় গঙ্গায় ডুবে গেছে বাংলাদেশি কার্গো জাহাজ। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইন বলছে, হুগলির বাঁশবেড়িয়ার কাছে ডুবে যাওয়া জাহাজটিকে তোলার জন্য শুরু হয়েছে উদ্ধারকাজ। তারপর জাহাজ মেরামত করে সেটিকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

স্থানীয় সূত্রের বরাতে আনন্দবাজার বলছে, ডুবন্ত জাহাজটির নাম এডি বছিরউদ্দিন কাজি। দিন কয়েক আগে ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশনের (বিটিপিএস) ছাইগাদা থেকে ছাই নিয়ে ফিরছিল বাংলাদেশের ওই কার্গো জাহাজ। সেখান থেকে দেশে ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটে। আচমকা জাহাজে পানি ঢুকতে শুরু করে। এক দিকে কাত হয়ে পড়ে জাহাজটি। ক্রমে চালকের কেবিন বাদ দিয়ে গোটা জাহাজটিই ডুবে যায়।

জাহাজের কর্মীদের বরাতে ভারতের আরেক সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, দিনকয়েক আগে হঠাৎ জাহাজের তলায় শব্দ হয়। তার পরেই জাহাজে পানি ঢুকতে শুরু করে। এক দিকে হেলে পড়ে। তখনই বিপদ বুঝে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন জাহাজের কর্মীরা। শুরু হয় জাহাজটিকে পানি থেকে তোলার প্রক্রিয়া। 

স্থানীয় সূত্রে জানা যায়, এখন পানি কমে যাওয়ায় জাহাজটির কিছু অংশ আবার ভেসে উঠেছে। তাই জাহাজের ভেতর থেকে ছাই বের করে এনে জাহাজের ওজন কমানোর চেষ্টা করছেন উদ্ধারকারীরা। এ জন্য সন্দেশখালি থেকে শ্রমিক নিয়ে আসা হয়েছে। চলছে উদ্ধারের কাজ। তাঁরাই জানাচ্ছেন, জাহাজের সব ছাই খালি করতে এখনও সপ্তাহখানেক লেগে যেতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়