শিরোনাম
◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা ◈ শেখ মুজিবের ছবি অপসারণের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার, ছাত্রদলের প্রতিবাদ ◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন 

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৫, ১০:৩১ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজেদের তৈরি করা পর্যবেক্ষণ স্যাটেলাইট উৎক্ষেপণ করলো পাকিস্তান (ভিডিও)

নিজেদের তৈরি করা পর্যবেক্ষণ স্যাটেলাইট উৎক্ষেপণ করলো পাকিস্তান (ভিডিও)

প্রথমবারের মতো নিজেদের তৈরি পর্যবেক্ষণ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে পাকিস্তান। শুক্রবার (১৭ জানুয়ারি) উত্তর চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে এটি নিক্ষেপ করা হয়। পাকিস্তান মহাকাশ সংস্থার বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দেশটির স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো) এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের প্রাকৃতিক সম্পদ পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনা, দুর্যোগে সাড়া প্রদান, উন্নততর নগর পরিকল্পনা ও কৃষির উন্নতিতে সহায়ক হবে এই পিআরএসসি-ইও ওয়ান স্যাটেলাইট।

স্যাটেলাইটটি ইলেকট্রো-অপটিক্যাল সেন্সর ব্যবহার করে সূর্যের আলো প্রতিফলন বা বিকিরণ শনাক্ত করে পৃথিবীর পৃষ্ঠের তথ্য ও ছবি সংগ্রহ করতে সক্ষম।

এদিকে, চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশন এক বিবৃতিতে জানিয়েছে, একইদিনে চীনের লং-মার্চ টুডি ক্যারিয়ার রকেট আরও দুটি স্যাটেলাইট প্রেরণ করেছে। এগুলো হচ্ছে, তিয়ানলু ওয়ান এবং ব্লু কার্বন ওয়ান।

স্যাটেলাইট উৎক্ষেপণের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, সুপারকোর নেতৃত্বে মহাকাশ গবেষণা ও প্রযুক্তিতে পাকিস্তানের ক্রমবর্ধমান সক্ষমতা প্রমাণিত হলো।

বর্তমানে পাঁচশ কোটি ডলার মূল্যের পর্যবেক্ষণ স্যাটেলাইটের বাজার বাণিজ্যিক মহাকাশ শিল্পের দ্রুততম বর্ধনশীল খাতগুলোর একটি। ২০৩৩ সালের মধ্যে এটি আটশ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে অনুমান করেছে নোভাস্পেস।

বিশ্বের নিখুঁত পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্র, চীন ও ভারতসহ বেশ কয়েকটি দেশ সরকারি ও বেসরকারি অর্থায়নে স্যাটেলাইট তৈরিতে মনোযোগ বৃদ্ধি করেছে। চলতি মাসে, ভারতীয় প্রতিষ্ঠান পিক্সেল দেশটির প্রথম বেসরকারিভাবে নির্মিত স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়