শিরোনাম
◈ ২৪ জুনের মধ্যে শেখ হাসিনার বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ ◈ আদালতে  শাজাহান খানের নালিশ ◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৫, ০২:৩২ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে ৪০ বছরের মধ্যে নতুন বিপত্তি 

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান এবার ক্যাপিটাল হিলের অভ্যন্তরে হচ্ছে। তীব্র শীত ও ঠাণ্ডার কারণে সোমবার (২০ জানুয়ারি) এই অভিষেক অনুষ্ঠান বাইরে করা সম্ভব হচ্ছে না। ৪০ বছরের ইতিহাসে মার্কিন কোনো প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে এমন ঘটনা ঘটছে। খবর রয়টার্স 

গতকাল শুক্রবার ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে বলেন, দেশজুড়ে তীব্র ঠাণ্ডা বাতাস বইছে। এ অবস্থায় আমি কাউকে কষ্ট কিংবা আহত হতে দিতে চাই না। এজন্য আমি নির্দেশ দিয়েছে অভিষেক অনুষ্ঠানের যাবতীয় কার্যক্রম ক্যাপিটাল হিলের ভিতরে হবে।’

এর আগে ১৯৮৫ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের দ্বিতীয়বার অভিষেক অনুষ্ঠানে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়। ওই সময়ে তাপমাত্রা মাইনাস ১০ থেকে ২০ ডিগ্রিতে নেমে আসে। 

সোমবার (২০ জানুয়ারি) ওয়াশিংটন ডিসির তাপমাত্রা থাকবে মাইনাস ৭ ডিগ্রিতে। তবে তীব্র বাতাস এবং ঠাণ্ডার কারণে পরিস্থিতি আরও খারাপ করে তুলতে পারে। 

ট্রাম্প বলেন, তার সমর্থকরা অভিষেক অনুষ্ঠানটি ক্যাপিটাল ওয়ান অ্যারিনার স্ক্রিনে দেখতে পাবেন। যেখানে একটি বাস্কেটবল এবং হকি ভেন্যু রয়েছে এবং ২০ হাজার মানুষ ধারণে সক্ষম। 

তিনি আরও বলেন, পেনসিলভেনিয়া এভিনিউ থেকে হোয়াই হাউসে প্রেসিডেন্টশিয়াল প্যারেড নিয়ে আসার জন্য যার দায়িত্বে ছিল তাদেরকেও সরিয়ে ক্যাপিটাল ওয়ান অ্যারিনাতে নিয়ে আসা হবে। 

তবে তাৎক্ষণিকভাবে এটা জানা যায়নি যে ওই স্পোর্টস ভেন্যুতে কীভাবে প্যারেড অনুষ্ঠিত হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়