শিরোনাম
◈ ‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি, তা ৭০০ কোটিতে নামানো সম্ভব’ ◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৫, ০১:৫৮ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘অবিভক্ত ভারত’-এ পাকিস্তান-বাংলাদেশকে দিল্লির আমন্ত্রণ

পাকিস্তান ও বাংলাদেশসহ অন্যান্য দেশগুলোকে ‘অবিভক্ত ভারত’ শীর্ষক এক সেমিনারে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে দিল্লি। এই সেমিনারটি ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হচ্ছে।

সংশ্লিষ্টরা জানায়, বিভেদ ভুলে ভারতীয় উপমহাদেশের যৌথ ইতিহাস উদযাপনের লক্ষে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই সেমিনারটি কবে অনুষ্ঠিত হবে তা এখনও জানা যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ‘অবিভক্ত ভারত’ সেমিনারে পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, আফগানিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং নেপালকে আমন্ত্রণ পাঠানো হয়েছে। উপমহাদেশ ছাড়াও মধ্যপ্রাচ্য, মধ্য ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের কর্মকর্তাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, পাকিস্তান তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। তবে বাংলাদেশ এখনও এই অনুষ্ঠানে তাদের অংশগ্রহনের বিষয়টি নিশ্চিত করেনি।

বর্তমান পরিস্থিতি বিবেচনা বিশ্লেষকেরা বলছেন, ঢাকা যদি এই অনুষ্ঠানে অংশগ্রহনের বিষয়টি করে তবে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হবে।

আবহাওয়া বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, ‘আমরা চাচ্ছি ভারতীয় আবহাওয়া বিভাগের (আইএমডি) প্রতিষ্ঠার সময় অবিভক্ত ভারতের অংশ ছিল এমন সকল দেশের কর্মকর্তারা এই উদযাপনের অংশ হোক।’

১৮৬৪ সালে কলকাতার ঘূর্ণিঝড়, ১৮৬৬ ও ১৮৭১ সালের দুটি বন্যার কারণে বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয়। এরপরেই ১৮৭৫ সালে ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) প্রতিষ্ঠা করা হয়। সে সময় টেলিগ্রামের মাধ্যমে উপমহাদেশের আবহাওয়ার তথ্য ও সতর্কতা পাঠাত আইএমডি। অনুবাদ: ইনডিপেনডেন্ট টিভি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়