শিরোনাম
◈ মাসে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার গুনতে হবে মার্কিন শুল্ক থাকলে  ◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৫, ০৫:৩৬ বিকাল
আপডেট : ২৩ মার্চ, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস: ৫ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে। এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং ১ হাজারের বেশি স্থাপনা পুড়ে গেছে। ঘরছাড়া হয়েছে লাখো মানুষ। গতকাল বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের প্রধান ক্রিস্টিন ক্রাউলি জানান, আগুন হলিউড হিলসে রানিয়ন ক্যানিয়নের কাছে নতুন করে ছড়িয়ে পড়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে আরও জানা যায়, হলিউডের বেশির ভাগ অংশ ঘন ধোঁয়ায় ঢেকে গেছে। অনেক তারকা ওই এলাকার বাসিন্দা ছিলেন। বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় জানান অনেকে। মানুষ ব্যাগ ও স্যুটকেস নিয়ে নিরাপদ জায়গার সন্ধানে ছুটছে। আগুন ছড়িয়ে যেতে থাকায় বাসিন্দারা বিশৃঙ্খলভাবে পালাচ্ছে। আইকনিক হলিউড বুলেভার্ডসহ হলিউডের বিভিন্ন সড়ক যানজটে পুরোপুরি স্থবির হয়ে আছে।

হাইকার ও প্রকৃতিপ্রেমীদের পছন্দের জায়গা রানিয়ন ক্যানিয়নে দাবানল ছড়িয়ে পড়েছে। ডলবি থিয়েটার, হলিউড বোল, আউটডোর অ্যাম্ফিথিয়েটার ও হলিউড ওয়াক অব ফেম দাবানলে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার প্রথমে প্যালিসেডসে আগুন লাগে। প্যালিসেডসে ১৫ হাজার ৮০০ একরের বেশি এলাকা পুড়ে গেছে। ইটনে পুড়ে গেছে ১০ হাজার ৬০০ একর এলাকা। অন্যদিকে হার্স্টে প্রায় ৭০০ একর এলাকা দাবানলে পুড়ে গেছে।

ইটন থেকে ১ লাখের বেশি এবং প্যালিসেডস থেকে ৩৭ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। লস অ্যাঞ্জেলেসে প্রায় ২৮ হাজার স্থাপনা এই দাবানলে পুড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এদিকে আগুন নেভাতে গিয়ে পানির সংকটে পড়ছেন দমকলকর্মীরা।

ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের প্রধান বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান দক্ষিণ ক্যালিফোর্নিয়া এডিসনের (এসসিএ) তথ্য অনুযায়ী, গতকাল বিকেল থেকে লস অ্যাঞ্জেলেসের ৩০ লাখের বেশি মানুষ বিদ্যুৎ-বিহীন অবস্থায় রয়েছেন।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্য অনুযায়ী, দাবানলে পুড়তে থাকা অঞ্চলগুলোতে বাতাস উত্তর দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৫ মাইল (১৯ থেকে ২৪ কিলোমিটার/ঘণ্টা) বেগে প্রবাহিত হচ্ছে।

সেখানকার আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, ঝোড়ো হাওয়ার গতি ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার (২৫ মাইল) পর্যন্ত উঠেছে। আজ বৃহস্পতিবার রাতে বাতাসের গতি কমে প্রায় ৯-১৪ কিলোমিটার/ঘণ্টা (৬-৯ মাইল/ঘণ্টা) হওয়ার আশা করছেন তাঁরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়