শিরোনাম
◈ ‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি, তা ৭০০ কোটিতে নামানো সম্ভব’ ◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৫, ১২:৪৩ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মন্দিরে ঢোকার ফ্রি টোকেন পেতে হুড়োহুড়ি, ভারতে পদদলিত হয়ে নিহত ৬

ভারতে অন্ধ্রপ্রদেশে পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। রাজ্যের তিরুপতি নামে পরিচিত শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে প্রবেশের জন্য ফ্রি টোকেন পেতে বিপুল সংখ্যক মানুষের হুড়োহুড়িতে পদদলিত হয়ে এসব নিহত ও আহতের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।

রয়টার্স বলছে, বুধবার রাতে দক্ষিণ ভারতের ওই মন্দিরে বিনামূল্যে দেবতার দর্শনের জন্য হাজার হাজার ভক্তের টোকেন সংগ্রহের সময় পদদলিত হয়ে কমপক্ষে ছয়জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়, পুলিশ যখন টোকেন সংগ্রহের গেট খুলে দেয় তখনই উপস্থিত সকলের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। এতেই এমন হতাহতের ঘটনা ঘটে। যদিও সংবাদমাধ্যমটি প্রত্যক্ষদর্শীদের বয়ানে দাবি করেছে, সেখানে টোকেন বিতরণে পুলিশের কোনো কার্যকর ‘সিস্টেম’ ছিল না। ফলে এমন বিশৃঙ্খলা তৈরি হয়েছে।

১০-১৯ জানুয়ারি পর্যন্ত তিরুপতি মন্দিরে ভক্তদের দর্শনের সুযোগ দেয়ার জন্য বৃহস্পতিবার থেকে টোকেন ইস্যু করতে কর্তৃপক্ষ একটি স্কুলে কাউন্টার স্থাপন করেছিল। বৃহস্পতিবার থেকে টোকেন দেয়ার কথা থাকলেও লোকেরা প্রায় ২০০০ বছরের পুরোনো এই মন্দিরে যাওয়ার টোকেন সংগ্রহ করার জন্য বুধবার থেকেই লাইনে দাঁড়াতে শুরু করে এবং ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ির একপর্যায়ে এই হতাহতের ঘটনা ঘটে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়