শিরোনাম
◈ সিলেটকে হারিয়ে বিপিএলের প্লে-অফে খেলার পথে দুর্বার রাজশাহী ◈ গ্যাসের দাম বাড়ালে পোশাক খাতে খরচ বাড়বে ১৮ হাজার কোটি টাকা ◈ পাকিস্তানের মাটিতে ৩৪ বছর পর টেস্ট জয় করলো ওয়েস্ট ইন্ডিজ ◈ কারাগারে সাবেক বিচারপতি মানিকের মৃত্যুর খবর নিয়ে যা জানা গেল ◈ রংপুরের হয়ে খেলতে আসছেন টিম ডেভিড, সুনিল নারাইন ও ডেভিড ওয়ার্নার  ◈ বান্দরবানে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কেএনএফের দুই সন্ত্রাসী আটক ◈ এবার আল্টিমেটাম দিয়ে নিউমার্কেট থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ৭ কলেজের শিক্ষার্থীদের ◈ বাংলাদেশের গার্মেন্টস শিল্পের ওপর নির্ভরশীলতা বন্ধ করা উচিত: নিক্কেই এশিয়ায় মতামত প্রতিবেদন ◈ সংস্কার  দুর্যোগ ব্যবস্থাপনা কৌশল পরিবর্তন করতে হবে,তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান ◈ টেবিলের নিচ দিয়ে টাকা দেওয়া থেকে বাড়তি ভ্যাট ভালো: অর্থ উপদেষ্টা

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৫, ০৯:৫৬ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফের তালেবান-পাকিস্তানি বাহিনীর সংঘর্ষ, উত্তেজনা তুঙ্গে

আফগানিস্তানের খোস্ত প্রদেশে ফের পাকিস্তানের সীমান্ত রক্ষীদের সঙ্গে তালেবানের সংঘর্ষ হয়েছে। এতে ওই অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার (৩ জানুয়ারি) খামা প্রেসের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

সূত্রের বরাত দিয়ে খামা প্রেস বলছে, খোস্ত প্রদেশের আলি শের এবং জাজিয়া ময়দান জেলায় তালেবান বাহিনী ও পাকিস্তান সীমান্ত রক্ষীদের সংঘর্ষ হয়েছে। এসব অঞ্চল বিতর্কিত ডুরান্ড লাইনে অবস্থিত। 

তবে সর্বশেষ এই সংঘাত নিয়ে উভয় দেশের কোনো কর্মকর্তাই মুখ খুলেনি। এ ছাড়া এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কেও বিস্তারিত কিছু জানা যায়নি। 

দেশ দুইটির বাহিনীর মধ্যে ক্রমাগত সংঘাতের ফলে সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। বিশ্লেষকরা বলছেন, দেশ দুইটির মধ্যে সম্পর্কে তলানির দিকে যাচ্ছে।

গত ২৪ ডিসেম্বর আফগানিস্তানের পাকতিকা প্রদেশে অতর্কিত বিমান হামলা চালায় পাকিস্তানি বাহিনী। এতে আফগানিস্তানে অন্তত ৪৬ জন নিহত হয়েছে। নিহতের মধ্যে নারী ও শিশুও ছিল।  

পাকিস্তানের সামরিক বাহিনীও হামলার তথ্য নিশ্চিত করে দাবি করেছে যে সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতেই তারা এসব অভিযান চালিয়েছে।

এসব হামলার জবাবে পাকিস্তান সীমান্তের বিভিন্ন নিরাপত্তা চৌকিতে হামলা চালায় তালেবান যোদ্ধারা। এতে অন্তত ১৯ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। এরপর থেকে দেশ দুইটির মধ্যে উত্তেজনা চলছেই।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়