শিরোনাম
◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম ◈ রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ল ◈ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা ◈ মুখে কালো কাপড়, আওয়ামী লীগের ব্যানারে রহস্যজনক মিছিল (ভিডিও)  ◈ ‘অত্যাচার করে’ পুলিশ হত্যার জবানবন্দি নেয়া হয়েছিল: আইন উপদেষ্টা

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২৫, ০৪:৪৬ দুপুর
আপডেট : ০৯ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ যে ভাষা বোঝে, কেন্দ্র সেই ভাষায় উপযুক্ত জবাব দিক: তৃণমূল কংগ্রেসে নেতা

বাংলাদেশে সরকার পতনের পরবর্তী পরিস্থিতি ভারতের ওপর বেশ প্রভাব ফেলেছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতির ওপর। এই আবহে বিজেপি যাতে মেরুকরণের ফায়দা না তুলতে পারে, সেই বিষয়ে সচেতন পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর তাই বাংলাদেশ ইস্যুতে ভারত সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।

বৃহস্পতিবার নিজের সংসদীয় কেন্দ্রে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাংলাদেশ জুড়ে যে ধরনের নৃশংসতা, যে ধরনের নৈরাজ্য চলছে, তা সবাই জানে। কেন্দ্রীয় সরকারের নীরবতা এই নিয়ে জল্পনা আরও বাড়িয়ে তুলছে। আমরা ভারত সরকারের জবাব দেখতে চাই। বাংলাদেশ যে ভাষা বোঝে, কেন্দ্র সেই ভাষায় উপযুক্ত জবাব দিক, এটাই চাই।’ তবে তার অভিযোগ, কেন্দ্রীয় সরকার এই ক্ষেত্রে কিছুই করছে না।

তৃণমূল কংগ্রেসের অবস্থান স্পষ্ট করে দিয়ে অভিষেক বলেন, ‘এটি কেন্দ্রের বিষয়। পররাষ্ট্র সংক্রান্ত বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত। কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপই গ্রহণ করুক না কেন, একটি দল হিসেবে তৃণমূল কংগ্রেস প্রতিটি ভারতীয়ের সুরক্ষা এবং নিরাপত্তার জন্য কেন্দ্রীয় সরকারকে সম্পূর্ণ সমর্থন করবে।’ তিনি বলেন, ‘আমরা চাই, যারা আমাদের ওপর অত্যাচার করছে এবং তাদের লাল চোখ দেখাচ্ছে ভারত সরকার তাদের জবাব দেবে।’

অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূল কংগ্রেস সাংসদ বলেন, ‘পশ্চিমবঙ্গে জঙ্গি ঢোকাচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স। বাংলাকে অশান্ত করতে জঙ্গি কে ঢুকিয়েছে? বিএসএফ। আর রাজ্যের পুলিশ জঙ্গি ধরেছে।’ তিনি আরও বলেন, ‘বিএসএফের নাকের তলা দিয়ে গরু পাচার হয়, কয়লা পাচার হয়। আর ওরা তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তোলে।’  উৎস: মানবজমিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়