শিরোনাম
◈ আলোচিত পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়াই এখন অগ্রাধিকার: চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্কতা নিয়ে ‘ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর' ◈ স্ক্যানিং ছাড়াই চলছে বেনাপোল বন্দর দিয়ে পণ্য প্রবেশ, ঝুঁকিতে নিরাপদ বাণিজ্য! ◈ বিশ্ববিদ্যালয় ছাত্র খুন: প্রেমিকাকেও দেখা গেল সিসিটিভিতে, মামলায় নেই তার অস্তিত্ব ◈ দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে ◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৪, ০১:৪৭ রাত
আপডেট : ১৩ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মনমোহন সিং পাকিস্তানে নিজের গ্রামে কেন আর ফিরে যাননি

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় মনমোহন সিং একবার শেক্‌সপিয়ারের জন্মস্থান স্ট্রাটফোর্ড-আপন-অ্যাভনে গিয়ে একটি নাটক দেখেন। নাটকের বিরতিতে একজন সুদর্শন ব্যক্তি তাঁর কাছে এসে বলেন, ‘আমরা পাকিস্তানে হিন্দু এবং শিখদের মিস করি।’

মনমোহন সিং ওই ব্যক্তিকে চিনতে না পেরে জিজ্ঞাসা করেন, ‘আপনি কে?’ তিনি উত্তর দেন, ‘আমি অবিভক্ত পাঞ্জাবের প্রধানমন্ত্রী ছিলাম। আমার নাম খিজার হায়াত তিওয়ানা।’

পরবর্তীকালে তিওয়ানা সম্পর্কে সাংবাদিকদের কাছে মনমোহন বলেছিলেন, ‘তাঁর চেয়ে সুদর্শন মানুষ আমি দেখিনি।’

খিজার হায়াত তিওয়ানা মুসলিম লীগের বিরোধিতা করেছিলেন এবং ভারত বিভাজনের বিরুদ্ধে ছিলেন। এ জন্য পাকিস্তান সরকার তাঁর জমি বাজেয়াপ্ত করে। পরবর্তীতে নিজের জন্মভূমি থেকে অনেক দূরে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় মারা যান তিনি।

তবে এই গল্পটি মনমোহন সিং কেন তাঁর জন্মগ্রামে ফিরে যাননি, তা নিয়ে। দশ বছর ভারতের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় পাকিস্তানের সরকার বারবার তাঁকে তাঁর জন্মগ্রাম পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু মনমোহন আর কখনোই পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলের চাকওয়াল জেলায় অবস্থিত গহ্ নামের সেই গ্রামটিতে আর কখনোই ফিরে যাননি।

ক্ষমতা ছাড়ার পর ভারতীয় সাংবাদিকেরা মনমোহনকে জিজ্ঞাসা করেছিলেন, ‘আপনার মতো ব্যক্তিকে সবাই সম্মানের সঙ্গে গ্রহণ করত। তবে কেন যাননি?’

উত্তরে মনমোহন বলেছিলেন, ‘ইয়াদান বদেয়ান তালখ হুন।’ অর্থাৎ—স্মৃতিগুলো খুবই তিক্ত।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারতের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীকে একবার পাকিস্তানে তাঁর পৈতৃক গ্রামে ফিরে যাবেন কিনা জানতে চাইলে তিনি একটি মর্মান্তিক প্রতিক্রিয়া দিয়েছিলেন। আসলে সেবার প্রশ্নটি করেছিলেন তাঁরই মেয়ে দমন সিং। সে সময় মনমোহন সিং মৃদুভাবে উত্তর দেন, ‘না, সত্যিই না। সেখানেই আমার দাদাকে হত্যা করা হয়েছিল।’

গ্রামের একজন সাধারণ ছেলে থেকে ভারতের ত্রয়োদশ প্রধানমন্ত্রী হওয়ার জন্য মনমোহনের গ্রাম বিশ্ব জুড়ে মনোযোগ কেড়েছিল। পাকিস্তানে নিজ গ্রামের মানুষেরা মনমোহনকে ‘মোহনা’ নামে ডাকেন।

মনমোহনের কন্যা দমন সিং ‘স্ট্রিক্টলি পার্সোনাল: মনমোহন এবং গুরশরণ’ নামে একটি বই লিখেছেন। মূলত বাবা-মার গল্প সম্পর্কে একটি বিশদ বিবরণ উপস্থাপন করেছেন তিনি।

জানা যায়, গহ্ গ্রামের স্কুলে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়েছিলেন মনমোহন সিং। রেজিস্ট্রার বইয়ে খোদাই করে লেখা আছে, ১৯৩৭ সালের ১৭ এপ্রিল তিনি ওই স্কুলে ভর্তি হয়েছিলেন। ভারতের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় একবার সেই স্কুলটি সংস্কার করা হয়েছিল এবং তাঁর সম্মানে এটির নামকরণের বিষয়ে আলোচনা হয়েছিল। যা হোক, গ্রামের মানুষেরা মনমোহনকে নিয়ে গর্ব করলেও তিনি কখনোই আর তাঁদের কাছে ফিরে যাননি।

এক প্রতিবেদনে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মনমোহন কখনো তাঁর গ্রামে ফিরে না গেলেও তাঁর মৃত্যুতে বিশেষ এবং সর্বশেষ দোয়াটি অনুষ্ঠিত হয়েছে ৬০০ কিলোমিটার দূরে পাকিস্তানে অবস্থিত তাঁর নিজ গ্রামে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়