কঙ্গো প্রজাতন্ত্রের উত্তর-পূর্বাঞ্চলে একটি নদীতে একটি যাত্রীবাহী ফেরি ডুবে গেছে। এতে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছেন আরও শতাধিক। যাত্রীদের সবাই বড়দিন উপলক্ষে নৌভ্রমণে বাড়ি ফিরছিলেন। স্থানীয় কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।
গত সপ্তাহেই দেশটির উত্তর-পূর্বাঞ্চলে একটা নৌকাডুবির ঘটনা ঘটেছিল। তাতে ২৫ জনের মৃত্যু হয়। নৌকাডুবির চার দিনেরও কম সময়ের মধ্যে এবার ফেরিডুবির ঘটনা ঘটল।
শুক্রবার (২০ ডিসেম্বর) গভীর রাতে বুসিরা নদীতে ফেরিডুবির ঘটনা ঘটে। এরপর উদ্ধার অভিযান শুরু হলেও এখন পর্যন্ত ২০ জনকে উদ্ধার করা হয়েছে বলে খবরে বলা হয়েছে। উৎস: সময়নিউজটিভি।
আপনার মতামত লিখুন :