বাংলাদেশের সীমান্তবর্তী স্থলবন্দর শহর পেট্রাপোল থেকে শিগগিরই মেট্রোরেলে করে কলকাতায় যাওয়া যাবে বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য শান্তনু ঠাকুর। তিনি বলেন, ‘আগামী দিনে অনেক বড় সীমান্ত শহর হিসেবে নাম হবে পেট্রাপোলের। কলকাতার সঙ্গে জুড়ে সেখানে তৈরি হবে নতুন মেট্রো স্টেশন।’ শুক্রবার (২০ ডিসেম্বর) পেট্রাপোল স্থলবন্দরে এক অনুষ্ঠানে গিয়ে এমনটাই বললেন তিনি।
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে পেট্রাপোলের উন্নতি নিয়ে একগুচ্ছ পরিকল্পনার কথা জানান শান্তনু। তার কথায়, ‘পেট্রাপোল থেকে বাগদা পর্যন্ত রেল স্টেশন বানাতে চাই। কলকাতা থেকে পেট্রাপোল পর্যন্ত মেট্রোকে আনার চেষ্টা আমরা করবো।’
এ সময় ভারতে বাংলাদেশিদের চিকিৎসা নেওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘যেভাবে বাংলাদেশ থেকে লাখ লাখ মানুষ কলকাতায় চিকিৎসা নিতে আসেন, সে কারণে হলেও এখানে উন্নত পরিষেবা থাকা দরকার বলে আমি মনে করি।’
এ বিষয়ে রেলমন্ত্রীর সঙ্গে এরইমধ্যে আলোচনা হয়েছে জানিয়ে শান্তনু বলেন, ‘আমি রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তবে জায়গায় জমি পেতে কিছুটা সমস্যা হচ্ছে। তবে আমি আশা করি এই সমস্যা শিগগিরই মিটে যাবে।’
এই এলাকায় মেট্রোরেল হলে প্রান্তিক এলাকাগুলোর অনেক উন্নতি হবে বলেও জানান তিনি। এটি বাস্তবায়ন হলে কলকাতা থেকে বাংলাদেশ যাতায়াতের সবচেয়ে সংক্ষিপ্ত ও সহজ রাস্তা হবে পেট্রাপোল। তাই পেট্রাপোলের উন্নতি খুবই দরকার বলে জোর দেন শান্তনু। এ বিষয়ে বনগাঁর সাধারণ মানুষের সহযোগিতাও চান তিনি। উৎস: বাংলাট্রিবিউন।
আপনার মতামত লিখুন :