শিরোনাম
◈ ‘বঙ্গবন্ধু রেল সেতু’র নাম পরিবর্তন ◈ হাসান আরিফের মৃত্যুতে উপদেষ্টা পরিষদের শোক ◈ গত ১৫ বছর বাংলাদেশের গণমাধ্যম অনেক ক্ষেত্রে তাঁবেদারি করেছে : প্রেস সচিব  ◈ উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ ভাতা বৃদ্ধির দাবীতে শাহবাগে সড়ক অবরোধ করেছেন চিকিৎসকরা ◈ রাজধানীর যেসব সড়ক কাল বন্ধ থাকবে, বিকল্প পথে চলার পরামর্শ ◈ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রোহিঙ্গাদের ফেরাতে যে কৌশলের কথা জানালেন ◈ শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ রাখাইন রাজ্যের মিলিটারি সদরদপ্তর আরাকান আর্মির দখলে, সতর্ক উখিয়া-টেকনাফ সীমান্ত ◈ লন্ডন-যুক্তরাষ্ট্রে ৩০০ কোটি টাকা পাচার : হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৪, ১০:৩০ রাত
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২৪, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০ বছর ধরে ইরানে সরকার উৎখাতের চেষ্টা ব্যর্থ, স্বীকার করল যুক্তরাষ্ট্র

ইসলামি প্রজাতন্ত্রের নেতৃত্বকে উৎখাতের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছেন অ্যান্টনি ব্লিঙ্কেন। ছবি: সংগৃহীত

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন প্রকাশ্যে স্বীকার করেছেন, গত দুই দশক ধরে ওয়াশিংটন ইরানে সরকার পরিবর্তনের জন্য পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে। তবে ইসলামি প্রজাতন্ত্রের নেতৃত্বকে উৎখাতের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেন তিনি।

স্থানীয় সময় বুধবার (১৯ ডিসেম্বর) নিউ ইয়র্কে কাউন্সিল অন ফরেন রিলেশনসে ব্লিনকেনকে প্রশ্ন করা হয়, ইরানে সরকার পরিবর্তনের নীতি যুক্তরাষ্ট্রের গ্রহণ করা উচিত কি না।

জবাবে ব্লিংকেন বলেন, আমি মনে করি আমরা যদি গত ২০ বছরের দিকে তাকাই, তাহলে দেখব সরকার পরিবর্তনের ক্ষেত্রে আমাদের পরীক্ষা-নিরীক্ষাগুলো মোটেও ভালো সাফল্য পায়নি।

ওয়াশিংটন ইরানের সমাজেও নানা আলোড়ন সৃষ্টির করার চেষ্টা করেছে বলেও স্বীকার করেন ব্লিংকেন। তিনি বলেন, তবে বাইরে থেকে এটা করা সত্যিই কঠিন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে আমাদের সামর্থ্যের সর্বোত্তম দিয়ে চেষ্টা করেছি। যেমন- ইরানের অভ্যন্তরে যারা দেশের জন্য একটি ভিন্ন ভবিষ্যত চায়, তাদের আরও ক্ষমতায়িত করা- যোগাযোগ করতে সক্ষম করা, উঠে দাঁড়াতে সক্ষম করা।

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে পারে বলেও ইঙ্গিত দিয়ে ব্লিঙ্কেন। তিনি বলেন, নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে বোমা বানানো থেকে বিরত রাখতে তেহরানের সঙ্গে আলোচনা করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়