শিরোনাম
◈ ‘বঙ্গবন্ধু রেল সেতু’র নাম পরিবর্তন ◈ হাসান আরিফের মৃত্যুতে উপদেষ্টা পরিষদের শোক ◈ গত ১৫ বছর বাংলাদেশের গণমাধ্যম অনেক ক্ষেত্রে তাঁবেদারি করেছে : প্রেস সচিব  ◈ উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ ভাতা বৃদ্ধির দাবীতে শাহবাগে সড়ক অবরোধ করেছেন চিকিৎসকরা ◈ রাজধানীর যেসব সড়ক কাল বন্ধ থাকবে, বিকল্প পথে চলার পরামর্শ ◈ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রোহিঙ্গাদের ফেরাতে যে কৌশলের কথা জানালেন ◈ শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ রাখাইন রাজ্যের মিলিটারি সদরদপ্তর আরাকান আর্মির দখলে, সতর্ক উখিয়া-টেকনাফ সীমান্ত ◈ লন্ডন-যুক্তরাষ্ট্রে ৩০০ কোটি টাকা পাচার : হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৪, ১১:৪০ দুপুর
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২৪, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

থাইল্যান্ডে উৎসবে বোমা হামলায় নিহত ৩, আহত ৪৮

খোলা মঞ্চে নাচ পরিবেশন করার সময় বোমাটি বিস্ফোরণ ঘটানো হয়। ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের তাক প্রদেশে একটি উৎসবে বোমা হামলায় এ পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। অন্তত ৪৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।

ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসির প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার রাতে প্রদেশের উত্তরাঞ্চলে উমফাং এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

থাইল্যান্ডের এই উৎসবের নাম রেড ক্রস দোই লয়ফা মেলা। প্রতিবছর আয়োজিত উমফাং এলাকায় এই মেলায় গতকাল দর্শনার্থীদের জমায়েতে বিস্ফোরক ছুড়ে মারা হয়। এ বিস্ফোরণে এতো হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাতে স্থানীয় গণমাধ্যম ও বার্তা সংস্থা এপি জানিয়েছে, হামলায় জড়িত সন্দেহে দুজনকে ইতোমধ্যেই আটক করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে তারা বিস্ফোরণের খবর পায়। 

এদিকে উমফাং এলাকার উদ্ধারকারী দল এক বিবৃতিতে বলেছে, বিস্ফোরকটি মেলার বাইরে একটি মঞ্চের গোড়ায় এসে পড়ে। সেখানে দর্শনার্থীরা নাচছিলেন। আহত কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলোকে বিস্ফোরণের ঘটনা খতিয়ে দেখার পাশাপাশি হামলার শিকার ব্যক্তির সহায়তার নির্দেশনা দেওয়া হয়েছে। মেলার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের উপস্থিতিও বাড়াতে বলা হয়েছে।

সংবাদমাধ্যম ব্যাংকক পোস্টের খবর অনুযায়ী, সপ্তাহব্যাপী চলা এই মেলায় চলতি বছর ৮–৯ হাজার মানুষ অংশ নিয়েছিলেন। এরই মধ্যে মেলার শেষ দিনের আগের রাতে বোমা হামলার এই ঘটনাটি ঘটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়