মেয়েকে যৌন হয়রানি করায় হেনস্তাকারীকে হত্যা করেছে এক প্রবাসী বাবা। কুয়েতে থেকে ভারতে এসে ওই অভিযুক্তকে হত্যা করে আবার কুয়েতে ফিরে যান তিনি। পরে নিজেই এক ভিডিও বার্তার মাধ্যমে হত্যার কথা স্বীকার করেন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ভারতের অন্ধ্রপ্রদেশের আন্নামাইয়ার জেলার একটি গ্রামের। কাজের সূত্রে আনজানেয়া প্রসাদ ও তাঁর স্ত্রী কুয়েতে থাকেন। তাঁদের ১২ বছর বয়সী মেয়ে অন্ধ্রপ্রদেশে খালার বাড়িতে থেকে পড়াশোনা করে। সেখানে খালার ৫৯ বছর বয়সী শ্বশুর তাকে যৌন হয়রানি করেন। এ ঘটনা কিশোরী তার মা-বাবাকে জানায়।
প্রবাসী ওই বাবার দাবি, ঘটনাটি পুলিশকে জানায় তাঁর স্ত্রী। কিন্তু পুলিশ অভিযুক্তকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেয়। এরপর তিনি মেয়ের হেনস্তাকারীকে প্রাপ্য শাস্তি দিতে কুয়েত থেকে ভারতে এসে অভিযুক্তকে ছুরিকাঘাতে হত্যা করেন এবং ওইদিনই আবার কুয়েতে ফিরে যান।
এক ভিডিও বার্তায় হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন আনজানেয়া প্রসাদ। তিনি বলেন, ‘গত ৭ ডিসেম্বর রাতে ওই হেনস্তাকারী বাড়ির বাইরে ঘুমাচ্ছিল, তখন ছুরি দিয়ে তাকে হত্যা করি। পুলিশ পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়েই নিজের হাতে বিচার করেছি।’
এদিকে পুলিশ যৌন হয়রানির অভিযোগ পাওয়ার বিষয়টি অস্বীকার করেছে। এই হত্যার পেছনে পারিবারিক বিরোধ ও ষড়যন্ত্র রয়েছে বলে মনে করছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।
আপনার মতামত লিখুন :