শিরোনাম
◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম ◈ রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ল

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৪, ১১:৩২ রাত
আপডেট : ২১ মার্চ, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয়দের ভিসা কমিয়ে দিল ‍আরব আমিরাত

আগের মতো দুবাইয়ের ভিসা পাচ্ছেন না ভারতীয় পর্যটকরা।সংযুক্ত আরব আমিরাতের নতুন আইনের কারণে তাদের ভিসা পাওয়া কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। 

সংবাদমাধ্যমটি জানায়, আগে দুবাইয়ের ভিসা আবেদন করলেই পেয়ে যেতেন ভারতীয়রা। কিন্তু এখন প্রায় অর্ধেকই ভিসা পাচ্ছেন না। এদিকে, ভিসা বাতিল হওয়ার ফলে অনেকেরই বিপুল টাকারও ক্ষতি হচ্ছে। কারণ, ভিসা বাতিল হতেই অনেকেরই হোটেল বুকিং, ফ্লাইট বুকিং বাতিল করতে হচ্ছে। 

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, আগে দুবাইতে ৯৯ শতাংশ ভারতীয় ভিসা অনুমোদিত হয়ে যেত। তবে বর্তমানে খুব ভালো করে প্রস্তুত করা ভিসার নথিও বাতিল হয়ে যাচ্ছে দুবাইয়ের ভিসা আবেদনের ক্ষেত্রে। 

আমিরাতের ভিসার নতুন নিয়ম অনুযায়ী, একজন পর্যটককে তার হোটেলের রিজারভেশনের প্রমাণ, বিমানের টিকিট, রিটার্ন টিকিট, সব কিছুই তাদের ইমিগ্রেশন পোর্টালে আপলোড করতে হবে। এ ছাড়াও দুবাই যাওয়ার মতো ব্যাঙ্ক ব্যালেন্স আছে কি না তা নিশ্চিত করতে হবে। পর্যটকের শেষ ৩ মাসের বেতনও দেখাতে হবে। এ ছাড়া ন্যূনতম ৫০ হাজার টাকাসহ ব্যাঙ্ক স্টেটমেন্ট প্যান কার্ড নথি হিসাবে যুক্ত করতে হবে। 

মূলত এই জটিলতার কারণেই ভারতীয়দের ভিসা আবেদন বাতিল করা হচ্ছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়