শিরোনাম
◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম ◈ রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ল ◈ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা ◈ মুখে কালো কাপড়, আওয়ামী লীগের ব্যানারে রহস্যজনক মিছিল (ভিডিও)  ◈ ‘অত্যাচার করে’ পুলিশ হত্যার জবানবন্দি নেয়া হয়েছিল: আইন উপদেষ্টা

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৪, ১১:০৬ দুপুর
আপডেট : ২৪ মার্চ, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবে কেন ছুটছেন তারকারা?

এমিলি ব্লান্ট, আমির খান, কারিনা কাপুর খান ও প্রিয়াঙ্কা চোপড়া

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনা হাতে নেওয়ার পর থেকেই সিনেমা নিয়ে বলা যায় নতুনভাবে যাত্রা শুরু করেছে দেশটি। ২০১৮ সালে বিনোদনজগৎ থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ২০১৯ সালে শুরু হয় রেড সি চলচ্চিত্র উৎসব। বিনোদন–দুনিয়ার বড় তারকাদের হাজির করে বলা যায় তাক লাগিয়ে দিয়েছে দেশটি। বৃহস্পতিবার জেদ্দায় শুরু হয়েছে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চতুর্থ আসর। কারা আছেন এবারের আয়োজনে, জেনে নেওয়া যাক ভ্যারাইটি ও আরব নিউজ অবলম্বনে।

৫ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এবারের উৎসব। ১০ দিনের উৎসবে ৮১টি দেশের ১২০টি সিনেমা প্রদর্শিত হবে। এবার মূল প্রতিযোগিতা বিভাগে লড়বে ১৬টি চলচ্চিত্র। প্রতিযোগিতা বিভাগের প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন অস্কারজয়ী মার্কিন নির্মাতা স্পাইক লি।

উৎসব শুরু হয়েছে মিসরীয় নির্মাতা করিম শেনাওয়ের ‘দ্য টেল অব দায়িজ ফ্যামিলি’ সিনেমাটি দিয়ে। উৎসবের পর্দা নামবে মাইকেল গ্রেসির ‘বেটার ম্যান’ সিনেমাটি দিয়ে। মিউজিক্যাল ছবিটি তৈরি হয়েছে ব্রিটিশ পপ তারকা রবি উইলিয়ামসের জীবন অবলম্বনে। এ ছাড়া উৎসবে আছে জনি ডেপ পরিচালিত ‘মোদি: থ্রি ডেজ অন দ্য উইং অব ম্যাডনেস’ সিনেমাটি। এ ছাড়া উৎসবে আছে পাবলো লরেইনের ‘মারিয়া’ ছবিটি, এর প্রধান চরিত্রে আছেন অ্যাঞ্জেলিনা জোলি।

উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, চতুর্থ রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত সিনেমার ৫০ শতাংশ সিনেমাই প্রথমবার প্রিমিয়ার হবে। এবারের উৎসবে চলচ্চিত্রে অবদানের জন্য বিশেষ সম্মাননা জানানো হয়েছে বলিউড তারকা আমির খান ও হলিউড অভিনেত্রী এমিলি ব্লান্টকে। উৎসবের উদ্বোধনী দিনেই সম্মাননা জানানো হয় তাঁদের, এরপর অংশ নেন আলোচনায়।

উৎসবের দ্বিতীয় দিনে ছিলেন বলিউড তারকা কারিনা কাপুর খান। ‘ইন কনভারসেশন উইথ কারিনা কাপুর’ শিরোনামের বিশেষ আয়োজনে অংশ নেবেন তিনি। হলিউড অভিনেত্রী ইভা লঙ্গোরিয়া হাজির থাকবেন আরেক আয়োজনে। বলিউড অভিনেতা রণবীর কাপুর ছিলেন রোববার উৎসবের চতুর্থ দিন। এ ছাড়া জানা গেছে, প্রিয়াঙ্কা চোপড়াও অংশ নেবেন এ উৎসবে।

বিভিন্ন দিনে উৎসবে দেখা যাবে মিসরীয় অভিনেত্রী মোনা জাকি, হলিউড অভিনেত্রী ভায়োলা ডেভিস, নির্মাতা স্পাইক লি, হলিউড অভিনেতা অ্যান্ড্রু গারফিল্ডসহ অনেককে।

এবারের রেড সি উৎসবে আছে বাংলাদেশও। মাকসুদ হোসেন পরিচালিত সিনেমা ‘সাবা’ প্রদর্শিত হবে উৎসবে।  রোকেয়া প্রাচী ও মেহজাবীন চৌধুরী অভিনীত এ সিনেমায় দেখানো হয়েছে এক পক্ষাঘাতগ্রস্ত মা ও তার মেয়ের গল্প। মা অসুস্থ হওয়ার পর তার দেখাশোনার পুরো দায়িত্ব পালন করে সাবা। মায়ের চিকিৎসার অর্থ জোগাড় করার জন্য তাকে কাজ নিতে হয় সিসা বারে। উৎসবে সাবার তিনটি প্রদর্শনী রাখা হয়েছে। ৮, ৯ ও ১৪ ডিসেম্বর দেখানো হবে সিনেমাটি। সূত্র : প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়