শিরোনাম
◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম ◈ রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ল ◈ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা ◈ মুখে কালো কাপড়, আওয়ামী লীগের ব্যানারে রহস্যজনক মিছিল (ভিডিও)  ◈ ‘অত্যাচার করে’ পুলিশ হত্যার জবানবন্দি নেয়া হয়েছিল: আইন উপদেষ্টা

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৪, ০৪:১২ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগস্টে কমেছে পর্যটক, তবু ভারত ভ্রমণের শীর্ষে বাংলাদেশিরা

২০২৪ সালের প্রথম আট মাসের মধ্যে গত আগস্টে সবচেয়ে কম বাংলাদেশি ভারত ভ্রমণে গেছেন। তারপরও ভারতের মোট বিদেশি পর্যটকের হিসাবে আগস্টে মাসে শীর্ষে ছিল বাংলাদেশিরা।

ভারতের পর্যটন মন্ত্রণালয় প্রকাশিত আগস্ট মাসের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

গত ৬ ডিসেম্বর ভারতের পর্যটন মন্ত্রণালয় আগস্ট মাসের পরিসংখ্যান প্রকাশ করেছে। সেখান দেখা গেছে, আগস্টে ৯৯ হাজারের বেশি বাংলাদেশি আগস্টে ভারত ভ্রমণ করেছেন, যা গত জুলাইয়ের চেয়ে প্রায় ৫৮ হাজার কম।

তথ্য বলছে, এ বছরের প্রথম আট মাসের মধ্যে সবচেয়ে বেশি (দুই লাখের বেশি) বাংলাদেশি পর্যটক ভারতে গেছেন গত জুনে।

পরিসংখ্যান অনুযায়ী, গত আগস্টে ৬ লাখ ৩৬ হাজার ২৭৭ জন বিদেশি পর্যটক ভারত ভ্রমণ করেছেন। এ সংখ্যা ২০২৩ সালের আগস্টের তুলনায় ৪.২% এবং করোনা-পূর্ববর্তী সময়, অর্থাৎ ২০১৯ সালের আগস্টের তুলনায় ২০.৫% কম।

এ বছরের জানুয়ারি থেকে আগস্ট ভারত ভ্রমণ করা বিদেশি পর্যটকের সংখ্যা ৬১ লাখ ৯০,৭৬১। যা গত বছরের একই সময়ের তুলনায় ৩.৭% বেশি।

এ বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ভারতে পর্যটকের ভ্রমণের ক্ষেত্রে শীর্ষে থাকা পাঁচ দেশ যথাক্রমে বাংলাদেশ (২০.৭৭%), যুক্তরাষ্ট্র (১৭.৪১%), যুক্তরাজ্য (১০.৮%), কানাডা (৪.৩৩%) ও অস্ট্রেলিয়া (৪.১৪%)।

বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পার বাংলাদেশ-ভারত সম্পর্কে নানা টানাপোড়েন চলছে। জরুরি চিকিৎসা ছাড়া বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা বন্ধ রেখেছে ভারত। যার প্রভাব পড়েছে দেশটির পর্যটন খাতের আগস্ট মাসের পরিসংখ্যানে। গত তিন মাসের পরিসংখ্যান প্রকাশিত হলে সেখানে বাংলাদেশি পর্যটকের সংখ্যা আর কমবে বলে সহজেই অনুমেয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়