শিরোনাম
◈ মাসে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার গুনতে হবে মার্কিন শুল্ক থাকলে  ◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৪, ০৪:১২ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগস্টে কমেছে পর্যটক, তবু ভারত ভ্রমণের শীর্ষে বাংলাদেশিরা

২০২৪ সালের প্রথম আট মাসের মধ্যে গত আগস্টে সবচেয়ে কম বাংলাদেশি ভারত ভ্রমণে গেছেন। তারপরও ভারতের মোট বিদেশি পর্যটকের হিসাবে আগস্টে মাসে শীর্ষে ছিল বাংলাদেশিরা।

ভারতের পর্যটন মন্ত্রণালয় প্রকাশিত আগস্ট মাসের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

গত ৬ ডিসেম্বর ভারতের পর্যটন মন্ত্রণালয় আগস্ট মাসের পরিসংখ্যান প্রকাশ করেছে। সেখান দেখা গেছে, আগস্টে ৯৯ হাজারের বেশি বাংলাদেশি আগস্টে ভারত ভ্রমণ করেছেন, যা গত জুলাইয়ের চেয়ে প্রায় ৫৮ হাজার কম।

তথ্য বলছে, এ বছরের প্রথম আট মাসের মধ্যে সবচেয়ে বেশি (দুই লাখের বেশি) বাংলাদেশি পর্যটক ভারতে গেছেন গত জুনে।

পরিসংখ্যান অনুযায়ী, গত আগস্টে ৬ লাখ ৩৬ হাজার ২৭৭ জন বিদেশি পর্যটক ভারত ভ্রমণ করেছেন। এ সংখ্যা ২০২৩ সালের আগস্টের তুলনায় ৪.২% এবং করোনা-পূর্ববর্তী সময়, অর্থাৎ ২০১৯ সালের আগস্টের তুলনায় ২০.৫% কম।

এ বছরের জানুয়ারি থেকে আগস্ট ভারত ভ্রমণ করা বিদেশি পর্যটকের সংখ্যা ৬১ লাখ ৯০,৭৬১। যা গত বছরের একই সময়ের তুলনায় ৩.৭% বেশি।

এ বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ভারতে পর্যটকের ভ্রমণের ক্ষেত্রে শীর্ষে থাকা পাঁচ দেশ যথাক্রমে বাংলাদেশ (২০.৭৭%), যুক্তরাষ্ট্র (১৭.৪১%), যুক্তরাজ্য (১০.৮%), কানাডা (৪.৩৩%) ও অস্ট্রেলিয়া (৪.১৪%)।

বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পার বাংলাদেশ-ভারত সম্পর্কে নানা টানাপোড়েন চলছে। জরুরি চিকিৎসা ছাড়া বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা বন্ধ রেখেছে ভারত। যার প্রভাব পড়েছে দেশটির পর্যটন খাতের আগস্ট মাসের পরিসংখ্যানে। গত তিন মাসের পরিসংখ্যান প্রকাশিত হলে সেখানে বাংলাদেশি পর্যটকের সংখ্যা আর কমবে বলে সহজেই অনুমেয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়