শিরোনাম
◈ বন্দিদের ভারতে পাঠাতেন শেখ হাসিনা: আনন্দবাজারের প্রতিবেদন ◈ ‘বঙ্গবন্ধু রেল সেতু’র নাম পরিবর্তন ◈ হাসান আরিফের মৃত্যুতে উপদেষ্টা পরিষদের শোক ◈ গত ১৫ বছর বাংলাদেশের গণমাধ্যম অনেক ক্ষেত্রে তাঁবেদারি করেছে : প্রেস সচিব  ◈ উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ ভাতা বৃদ্ধির দাবীতে শাহবাগে সড়ক অবরোধ করেছেন চিকিৎসকরা ◈ রাজধানীর যেসব সড়ক কাল বন্ধ থাকবে, বিকল্প পথে চলার পরামর্শ ◈ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রোহিঙ্গাদের ফেরাতে যে কৌশলের কথা জানালেন ◈ শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ রাখাইন রাজ্যের মিলিটারি সদরদপ্তর আরাকান আর্মির দখলে, সতর্ক উখিয়া-টেকনাফ সীমান্ত

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৪, ১০:৩৩ দুপুর
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২৪, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে হিন্দু প্রতিবেশীর চাপে বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছেন মুসলিম দম্পতি

ভারতের উত্তরাঞ্চলীয় মোরাদাবাদের একটি আবাসিক এলাকায় ধর্মীয় কারণে এক মুসলিম দম্পতিকে তাদের বাড়ি পুনরায় বিক্রি করতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৬ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, হিন্দু প্রতিবেশীরা ধর্মীয় কারণে ওই মুসলিম দম্পতিকে তাদের ক্রয় করা বাড়িতে বসবাস করতে দিচ্ছে না। ঘটনাটি মোরাদাবাদের টিডিআই নামক আবাসিক এলাকায় ঘটেছে।

এর আগে মঙ্গলবার রাতে হিন্দু অধ্যুষিত এলাকায় মুসলিম দম্পতির বাড়ি কেনার খবর জানাজানি হওয়ার পর প্রতিবাদে নামে স্থানীয় হিন্দুরা। প্রতিবাদে এক ভিডিও ভাইরাল হওয়ার পর এটি নিয়ে দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মেঘা অরোরা নামের এক স্থানীয় বাসিন্দা জানান, অশোক বাজাজ নামের এক চিকিৎসক কোনো ধরনের পরামর্শ ছাড়াই ওই মুসলিম দম্পতিকে বাড়িটি বিক্রি করেন। অরোরা বলেন, "আমরা আমাদের মন্দিরের সামনে মুসলিম পরিবারকে সহ্য করতে পারি না। এটা হিন্দু নারীদের নিরাপত্তার প্রশ্ন।" তিনি আরও বলেন, "আমরা এই বাড়ি বিক্রির সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি এবং প্রশাসনকে অনুরোধ করছি, তারা যেন নতুন মালিকদের নিবন্ধন বাতিল করে।"

অরোরা জানান, মুসলিম দম্পতিকে প্রতিবেশী হিসেবে তারা সহ্য করতে পারছেন না এবং বলছেন, "আমরা এখানে ভিন্ন ধর্মের কাউকে আসতে দেব না।" তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি মুসলিম দম্পতি তাদের বাড়ি অধিকার করা বিষয়টি প্রত্যাহার না করেন, তবে তারা প্রতিবাদ চালিয়ে যাবেন।

এ ঘটনায় অভিযোগ জানাতে হিন্দু বাসিন্দারা জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় ঘেরাও করে এবং ডা. বাজাজ ও ওই দম্পতির বিরুদ্ধে স্লোগান দেন। স্থানীয় প্রতিবাদের ফলে বাড়িটি পুনরায় হিন্দুদের কাছে বিক্রি করা হবে বলে জানানো হয়েছে। ডা. বাজাজ শুক্রবার বিবিসিকে বলেন, "এই হাউজিংয়ের নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে এবং তারা রাজি হয়েছেন যে, মুসলিম দম্পতি বাড়িটি হিন্দু পরিবারদের কাছে বিক্রি করবেন।"

ডা. বাজাজ, যিনি মোরাদাবাদের একটি চক্ষু হাসপাতালে কাজ করেন এবং প্রায় ছয় বছর ধরে ওই আবাসিক এলাকায় বসবাস করছেন, বলেন, "মুসলিম দম্পতিকে প্রায় ৪০ বছর ধরে চিনি। তারা দুজনেই চিকিৎসক।" তিনি বলেন, "এখন এই ঘটনার কারণে মুসলিম দম্পতি নতুন বাড়িতে উঠতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না।" তবে তিনি ঘটনাটি অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন এবং বলেন, "আমি বুঝতে পারিনি যে এটি জাতীয় খবর হয়ে উঠবে।"

এই ধরনের ঘটনাটি ভারতে একমাত্র মোরাদাবাদেই ঘটেনি। ২০২১ সালে একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছিল দুটি মুসলিম পরিবার। বাড়ি কেনার পর কট্টরপন্থী হিন্দু সংগঠনের চাপের মুখে পড়েছিলেন তারা। গ্রামীণ ভারতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ দীর্ঘকাল ধরে একসাথে বসবাস করলেও শহরাঞ্চলে সম্প্রতি এমন বিচ্ছিন্ন ঘটনা ঘটতে শুরু করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়