শিরোনাম
◈ আদালতে  শাজাহান খানের নালিশ ◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে 

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৪, ০৫:২৭ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ প্রসঙ্গে বিদ্বেষমূলক বক্তব্য, বিজেপি নেতার বিরুদ্ধে মামলা

ভারতের কর্ণাটক রাজ্যের বহিষ্কৃত বিজেপি নেতা কে এস ঈশ্বরাপ্পার বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদে একটি অনুষ্ঠানে তিনি এমন বক্তব্য দিয়েছিলেন বলে অভিযোগ। তিন সপ্তাহের ব্যবধানে এটি তাঁর বিরুদ্ধে দ্বিতীয় বিদ্বেষমূলক বক্তব্যের মামলা।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি হিন্দু হিতরক্ষণা সমিতি, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল যৌথভাবে আয়োজিত একটি সমাবেশ করে। সেখানে বাংলাদেশে হিন্দুদের ওপর সহিংসতা এবং এক হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেপ্তারের ঘটনা নিয়ে প্রতিবাদ জানানো হয়। ঈশ্বরাপ্পা সমাবেশে বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

শিবমোগা পুলিশ ঈশ্বরাপ্পার বিরুদ্ধে মামলা করেছে। এ বছর বিজেপি ঈশ্বরাপ্পাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে ছয় বছরের জন্য বহিষ্কার করে। এ বছর শিবমোগা লোকসভা আসন থেকে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ৩০ হাজার ভোট পান।

এর আগে গত ১৬ নভেম্বর তাঁর বিরুদ্ধে একটি মামলা হয়। অভিযোগ ছিল, ৭৬ বছর বয়সী সাবেক এই বিজেপি নেতা মুসলমানদের হুমকি দিয়েছেন এবং উসকানিমূলক মন্তব্য করেছেন। এই মন্তব্য তিনি ওয়াক্ফ বিতর্ক নিয়ে কংগ্রেস সরকারের বিরুদ্ধে আক্রমণের সময় করেছিলেন।

কর্ণাটকের সাবেক উপ-মুখ্যমন্ত্রী ঈশ্বরাপ্পা কর্ণাটক বিজেপি প্রধান বি ওয়াই বিজয়েন্দ্র এবং তাঁর বাবা প্রবীণ নেতা বি এস ইয়েদিয়ুরাপ্পার বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন। তাঁর অভিযোগ, তাঁর ছেলে কেঈ কান্তেশকে হাভেরি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার টিকিট দেওয়া হয়নি।

ইয়েদিয়ুরাপ্পা এবং প্রয়াত এইচ এন অনন্ত কুমারের সঙ্গে ঈশ্বরাপ্পা কর্ণাটকে বিজেপিকে তৃণমূল থেকে গড়ে তোলার কৃতিত্বের দাবিদার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়