শিরোনাম
◈ স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটা বাতিলের আদেশ ◈ রাজধানীতে বাড়তি নিরাপত্তা জোরদার, গ্রেফতার ১৫৫ ◈ বিশেষ কায়দায় শাড়ির প্যাকেটে  ১২ কেজি গাঁজা, এক নারী গ্রেফতার  ◈ ভারতের কারাগারে আড়াই বছরে বাংলাদেশি বন্দির সংখ্যা ১০৬৭ জন ◈ নিজের বানানো হেলিকপ্টারে আকাশে উড়লেন মানিকগঞ্জের জুলহাস মোল্লা (ভিডিও) ◈ ভারত সীমান্তে তুরস্কের তৈরি বায়রাক্টার ড্রোন উড়াচ্ছে বাংলাদেশ, এএনআইয়ের প্রতিবেদন ◈ উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন সি আর আবরার ◈ মাইকে ঘোষণার পর পিটুনিতে নিহত দুজন জামায়াতের সক্রিয় কর্মী ছিলেন, আরও যা জানা গেল ◈ অনলাইনে আবেদন করে পুলিশ ভেরিফিকেশন ছাড়া ই-পাসপোর্ট পাওয়ার উপায় ◈ ফরিদপুরে দুইপক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ৫

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৪, ১০:২৫ রাত
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার বাংলাদেশের হিন্দুদের ভারতের নাগরিকত্ব দেওয়ার দাবি করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ

বিজেপি নেতা দিলীপ ঘোষ

বাংলাদেশে হিন্দু সম্প্রদায় নির্যাতনের শিকার হচ্ছেন বলে দাবি করেছেন ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দলের (বিজেপি) নেতা দিলীপ ঘোষ। এছাড়া বাংলাদেশের হিন্দুদের ভারতের নাগরিকত্ব দেওয়ার দাবিও জানিয়েছেন তিনি।

শুক্রবার গাইঘাটা বাজারে দলীয় এক কর্মসূচিতে তিনি এ দাবি জানান।

দিলীপ ঘোষ বলেন, বাংলাদেশের হিন্দুরা ভারতে গেলে সিএএ-র মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে। এটা বিজেপির ঘোষিত নীতি বলেও স্পষ্ট করেন গেরুয়া শিবিরের এই নেতা।

তিনি বলেন, বাংলাদেশের আক্রান্ত হিন্দুদের তো ভারতের নাগরিকত্ব দেওয়া হবেই। পাশাপাশি বিশ্বের যে কোনও প্রান্তে হিন্দুরা আক্রান্ত হয়ে ভারতে এলে তাদের সিএএ-র মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে।

২০১৯ সালের প্রথমবারের জন্য সাংসদ হয়ে লোকসভায় যান দিলীপ ঘোষ। সেই বছরের শেষের দিকে সংসদে সিএএ অর্থাৎ সংশোধিত নাগরিকত্ব আইন পাস হয়। বলা হয়, পাকিস্তান, আফগানিস্তান কিংবা বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে অত্যাচারের জেরে ভারতে এলে তাদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে যারা ভারতে এসেছেন তারা সিএএ-তে নাগরিকত্ব পাওয়ার জন্য যোগ্য। 

সেক্ষেত্রে ২০২৪ সালে বাংলাদেশ থেকে ভারতে গেলে কীভাবে সিএএ-র মাধ্যমে নাগরিকত্ব পাবেন? এ প্রশ্নে তিনি কোনও মন্তব্য করেননি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়