শিরোনাম
◈ স্ত্রী হত্যা মামলায় জামিন পেলেন সাবেক এসপি বাবুল ◈ বিষ্ণোই গ্যাংয়ের নাইট ক্লাবে বিস্ফোরণের দায় স্বীকার, টার্গেটে ছিলেন বাদশাও ◈ আইনজীবী সাইফুলকে নির্মমভাবে হত্যার ভিডিও ছড়িয়ে পড়েছে, ফুটেজ দেখে সন্দেহভাজন ৬ জন আটক ◈ তানজিম হাসান সাকিবের ২ উইকেটে গ্লোবাল সুপার লিগে জয়ে শুরু গায়ানার ◈ অ্যাডভোকেট আলিফকে হারিয়ে তার পরিবারে শোকের মাতম ◈ দুই আফগানের ঝড়ে সাকিবের বাংলা টাইগার্সের বড় জয় ◈ চ্যারিটেবল ট্রাস্ট মামলা: আপিল মঞ্জুর, খালাস পেলেন খালেদা জিয়া ◈ শুক্রবার ভোটাভুটিতে চূড়ান্ত হবে চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন স্বত্ব ◈ মার্টিন ক্রো ও গ্রাহাম থর্পের ব্যাট দিয়ে গড়া ট্রফির লড়াইয়ে মাঠে নামছে নিউ জিল্যান্ড ও ইংল্যান্ড ◈ ভিওএ বাংলা জরিপঃ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়ার পক্ষে ৫৭% মানুষ

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৪, ১১:৩৩ দুপুর
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৪, ০২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজায় প্রতি ৩০ মিনিটে গড়ে একটি শিশু শহীদ হচ্ছে

পার্সটুডে- গত বছরের ৭ অক্টোবর গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৭ হাজার ৪০০ ফিলিস্তিনি শিশু শহীদ হয়েছে।

ফিলিস্তিনের তথ্য কেন্দ্রের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, এই সময়ে ইহুদিবাদী ইসরাইলের হামলায় যে সংখ্যক ফিলিস্তিনি শিশু শহীদ হয়েছে তা নজিরবিহীন। গাজা উপত্যকায় প্রতি ৩০ মিনিটে গড়ে একটি শিশুকে হত্যা করেছে দখলদার ইসরাইলি বাহিনী।

এই শহীদ ফিলিস্তিনি শিশুদের মধ্যে ৭১০ জনের বয়স ছিল এক বছরের কম অর্থাৎ তারা চলমান যুদ্ধের মধ্যে জন্মগ্রহণ করেছে এবং যুদ্ধের মধ্যেই তারা শহীদ হয়েছে।

পার্সটুডের রিপোর্টে আরও বলা হয়েছে, এই শহীদ শিশুদের মধ্যে এক হাজার ৭৯৩ শিশুর বয়স এক থেকে তিন বছর, ১২ হাজার পাঁচ শিশুর বয়স চার থেকে পাঁচ বছর, চার হাজার ২০৫ শিশু ছয় থেকে ১২ বছর বয়সী এবং তিন হাজার ৪৪২ শিশুর বয়স ১৩ থেকে ১৭ বছর।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইহুদিবাদী ইসরাইলের হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৪৪ হাজার ২৩৫ ফিলিস্তিনি শহীদ এবং এক লাখ চার হাজার ৬৩৮ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়