শিরোনাম
◈ সিলেটকে হারিয়ে বিপিএলের প্লে-অফে খেলার পথে দুর্বার রাজশাহী ◈ গ্যাসের দাম বাড়ালে পোশাক খাতে খরচ বাড়বে ১৮ হাজার কোটি টাকা ◈ পাকিস্তানের মাটিতে ৩৪ বছর পর টেস্ট জয় করলো ওয়েস্ট ইন্ডিজ ◈ কারাগারে সাবেক বিচারপতি মানিকের মৃত্যুর খবর নিয়ে যা জানা গেল ◈ রংপুরের হয়ে খেলতে আসছেন টিম ডেভিড, সুনিল নারাইন ও ডেভিড ওয়ার্নার  ◈ বান্দরবানে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কেএনএফের দুই সন্ত্রাসী আটক ◈ এবার আল্টিমেটাম দিয়ে নিউমার্কেট থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ৭ কলেজের শিক্ষার্থীদের ◈ বাংলাদেশের গার্মেন্টস শিল্পের ওপর নির্ভরশীলতা বন্ধ করা উচিত: নিক্কেই এশিয়ায় মতামত প্রতিবেদন ◈ সংস্কার  দুর্যোগ ব্যবস্থাপনা কৌশল পরিবর্তন করতে হবে,তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান ◈ টেবিলের নিচ দিয়ে টাকা দেওয়া থেকে বাড়তি ভ্যাট ভালো: অর্থ উপদেষ্টা

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৪, ০৬:৫৬ সকাল
আপডেট : ১২ জানুয়ারী, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোট দিতে পৌঁছে দায়িত্বশীল বাবার ভূমিকায় শাহরুখ

মহারাষ্ট্র নির্বাচনে সপরিবারে অংশ নিলেন শাহরুখ খান। ভোটগ্রহণ কেন্দ্রে ভিড়ের মধ্যে সারাক্ষণ আগলে রাখেন কন্যেকে। 

হাজারো ব্যস্ততার মাঝেও নিজের নাগরিক দায়িত্ব সম্পর্কে সচেতন বলিউডের কিং খান। রাজনীতি থেকে দূরে থাকলেও সময়মতো ভোট দিতে ভোলেন না শাহরুখ খান। এদিনও সপরিবারে বিধানসভা নির্বাচনে অংশ নিলেন বাদশা। স্ত্রী গৌরী খান ও দুই সন্তান সুহানা ও আরিয়ানকে নিয়ে ভোটকেন্দ্রে হাজির হতে দেখা যায় অভিনেতাকে। আরও পড়ুন-লাগাতার প্রাণে মারার হুমকি! দাবাং স্টাইলে ভোট দিলেন সলমন, নিরাপত্তায় মজুত কমান্ডো, ড্রোন

শাহরুখ খান ভোট দিতে হাজির

শাহরুখ খান একদম বাদশাহি স্টাইলেই ভোটকেন্দ্রে পৌঁছেছিলেন। শাহরুখকে দেখা গেল নীল ডেনিম জিনস আর বুকচেরা সাদা শার্ট, মাথায় ছিল সাদা টুপি। এদিকে গৌরী খানের পরনে ছিল বেইজ কোটের সঙ্গে সাদা ট্যাঙ্ক টপ। আরিয়ান খানকে অল-ব্ল্যাক পোশাকে স্টাইলিশ অবতারে দেখা গেল এবং সুহানা খান সবুজ পোলকা ডট পোশাকে চটকদার লুক ধরা দিলেন। ভোটগ্রহণ কেন্দ্রের সামনে নেমে ক্যামেরার সামনে পোজ না দিয়ে সোজা ভোটকেন্দ্রে ঢুকে পড়েন অভিনেতা। গেট থেকে ভোটগ্রহণ কেন্দ্রে ঢোকবার আগে পর্যন্ত ড্যাডি ডিউটিতে ব্যস্ত শাহরুখ। ভিড়ের মধ্যে মেয়েকে আগলে রাখলেন সারাক্ষণ। ভোটকেন্দ্র থেকে বেরোনোর সময়ও ক্যামেরার সামনে পোজ দেননি শাহরুখ, ভিড়ের মধ্যে মেয়েকে গাড়ি তুলে নিয়ে যেতে দেখা গিয়েছে। ওদিকে শাহরুখের নাম নিয়ে চিৎকার জোড়েন ভক্তরা। 

শাহরুখ খান ছাড়াও সলমন খান, রণবীর কাপুর-সহ একাধিক তারকাকে ভোট দেওয়ার পর বুথের বাইরে দেখা গিয়েছে। এদিন ভোট দিয়েছেন, রাজকুমার রাও, অভিনেতা-পরিচালক ফারহান আখতার, তাঁর পরিচালক-প্রযোজক বোন জোয়া আখতার, কার্তিক আরিয়ানরা। 

মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন

২৮৮ আসনের রাজ্য বিধানসভার জন্য নির্বাচন চলছে। সকাল ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। মহারাষ্ট্রে ম্যাজিক ফিগার হল ১৪৫। যে দল বা জোট এককভাবে ১৪৫-র গণ্ডি ছুঁয়ে ফেলবে, সেই দল বা জোট সরকার গঠন করবে। এই এক দফায় ২৮৮টি বিধানসভা কেন্দ্রের সবক'টি মিলিয়ে মোট ৪,১৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ২,০৮৬ জন নির্দল প্রার্থী রয়েছেন।

রাজনৈতিক দলগুলির ক্ষেত্রে বিজেপি লড়ছে ১৪৯টি আসনে, শিবসেনা ৮১টি এবং এনসিপি লড়ছে ৫৯টি আসনে। কংগ্রেস ১০১ জন, শিবসেনা (ইউবিটি) ৯৫ জন এবং এনসিপি (শরদ পাওয়ার) গোষ্ঠী ৮৬ জন প্রার্থী দিয়েছে। বিএসপি লড়ছে ২৩৭টি আসনে, অন্য ছোট দলগুলিও লড়াইয়ে রয়েছে। রাজ্যে প্রায় ৯.৭ কোটি নথিভুক্ত ভোটার রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়