শিরোনাম
◈ ট্রাম্পের দলের নেতাদের বাংলাদেশ সফরের আহ্বান ড. ইউনূসের ◈ ছাত্র-জনতার সমন্বয়ে নতুন দল আসতে পারে: সারজিস (ভিডিও) ◈ বৃহস্পতিবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ তাদের দশাও যেন পলাতক শেখ হাসিনার মতো না হয়: আশফাক নিপুন ◈ সিটি কলেজ সরিয়ে নেওয়াসহ ১১ দফা দাবি ঢাকা কলেজের ◈ পর্যটক নিয়ন্ত্রণে কমিটি, সেন্ট মার্টিনে যেতে নিবন্ধনসহ যা করতে হবে পর্যটকদের ◈ মুজিববর্ষ উদযাপনের নামে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের খরচ ১ হাজার ২৬১ কোটি টাকা ◈ বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ভারতের জন্যও সমান গুরুত্বপূর্ণ : পররাষ্ট্র উপদেষ্টা ◈ ভারতের উত্তর প্রদেশে ৫১৩ মাদ্রাসা বন্ধ ◈ স্ত্রীকে খুন করে গাড়ির ডিকিতে ভরে ১৪৫ কিলোমিটার দূরে ফেলে এলো স্বামী

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৪, ০২:৪৪ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০২৪, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবের নতুন নির্দেশনা বাণিজ্যিক ক্ষেত্রে ধর্মীয় প্রতীক ব্যবহার নিয়ে 

বাণিজ্যিক ক্ষেত্রে জাতীয়, ধর্মীয় ও সাম্প্রদায়িক প্রতীকের ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। দেশটিতে এসব প্রতীকের বাণিজ্যিক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অপব্যবহার ও শোষণ রোধে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে বাণিজ্যিক ক্ষেত্রে জাতীয়, ধর্মীয় ও সাম্প্রদায়িক প্রতীকের ব্যবহার করা যাবে না।

সৌদি আরব তাদের অপব্যবহার বা শোষণ রোধ করার লক্ষ্যে দেশগুলোর প্রতীক এবং লোগোর পাশাপাশি ধর্মীয় এবং সাম্প্রদায়িক প্রতীকগুলোর বাণিজ্যিক ব্যবহার নিষিদ্ধ করেছে।

দেশটির বাণিজ্যমন্ত্রী ড. মাজেদ আল কাসাবি এ নির্দেশনা জারি করেছেন। এসব প্রতীকের পবিত্রতা রক্ষায় সৌদি আরবের যে প্রতিশ্রুতি রয়েছে তার আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এ নির্দেশনা অনুসারে জাতীয়, ধর্মীয় বা সাম্প্রদায়িক প্রতীকগুলোকে ব্যবসায়িক স্বার্থে পণ্য, প্রচারমূলকসামগ্রী বা অন্যান্য বাণিজ্যিক লেনদেনে ব্যবহারকে নিষিদ্ধ করে।

আইন অমান্যকারীরা সৌদি আরবের মিনিউসিপাল আইন অনুসারে শাস্তির মুখোমুখি হবেন। এ বিষয়ে সরকারি গেজেট প্রকাশের ৯০ দিন পর থেকে নির্দেশনা কার্যকর করা হবে। নতুন নিয়মের সঙ্গে সামঞ্জস্য করার জন্য এ সময় দেওয়া হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, আগে থেকেই সৌদিতে জাতীয় পতাকা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এর উপর ভিত্তি করে নতুন এ নির্দেশনা দেওয়া হয়েছে। কেননা পতাকায় কালেমা ও ক্রস তলোয়ার এবং একটি পাম গাছের প্রতীক রয়েছে।

নতুন এ নির্দেশনায় সৌদি নেতাদের ছবি এবং নাম মুদ্রিত সামগ্রী, পণ্য, বিশেষ উপহার এবং প্রচারমূলক কার্যক্রমে নিষিদ্ধ করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাংস্কৃতিক ও ধর্মীয় গুরুত্ব বজায় রেখে অপব্যবহার রোধ করতে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়