শিরোনাম
◈ পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া ◈ বাংলাদেশ গেমস ও যুব গেমস আগামী বছর  ◈ দুই দিন ধরে বাড়িতে ঝুলছিল ইউপি চেয়ারম্যানের লাশ ◈ বাংলাদেশে মমতা ব্যানার্জীর সরকার চলছে, দাবি ভারতের প্রতিমন্ত্রীর (ভিডিও) ◈ রেকর্ড গড়ার পর বিশ্ববাজারে কমছে স্বার্ণের দাম, দেশে ফের কমতে পারে  ◈ গণহত্যাকারীদের বাদ দিয়ে আওয়ামী লীগ রাজনীতিতে আসুক : শফিকুল আলম ◈ তিন মাস বিয়ে করা যাবে না, বায়ুদূষণের জেরে পাকিস্তানে নিষেধাজ্ঞা জারি ◈ মুক্তিযোদ্ধা কোটায় ৪৩ হাজার চাকরি, তালিকা হচ্ছে ◈ যমুনা সেতুকে ‘শহিদ আবু সাঈদ সেতু’ নামকরণের দাবি মাহমুদুর রহমানের ◈ দেশে চালের বাজার নিয়ন্ত্রণকারী শীর্ষ চাল ব্যবসায়ী রশিদ গ্রেফতার

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৪, ০৬:৩৩ বিকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০২৪, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অক্সফোর্ডে ‘স্বাধীন কাশ্মীর রাষ্ট্র’ নিয়ে বিতর্কসভা

হিন্দুস্তান টাইমস: ইনসাইট ইউকে-এর তরফে ইতিমধ্যেই এই বিতর্কের বিরোধিতা করে অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিকে একটি চিঠি পাঠানো হয়েছে। হিন্দুস্তান টাইমস বলছে, সেই চিঠিতে দুই ব্যক্তির নাম বিশেষ করে উল্লেখ করা হয়েছে। ব্রিটেনে বসবাসকারী হিন্দু ও ভারতীয়দের নিয়ে গঠিত একটি সংগঠন হল - ইনসাইট ইউকে। তাদের তরফে শুক্রবার ভোর রাতে (স্থানীয় সময় অনুসারে) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিতর্কসভা অক্সফোর্ড ইউনিয়নের বাইরে একটি প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

ইনসাইট ইউকে-এর দাবি, ওই বিতর্কসভার যে বিষয়ে বিতর্কের আয়োজন করা হয়েছে, তার শিরোনাম দেওয়া হয়েছে - ‘এই হাউস স্বাধীন কাশ্মীর রাষ্ট্র গঠনে বিশ্বাসী’।

বিষয়টি প্রকাশ্যে আসার পরই ব্রিটেনে বসবাসকারী ভারতীয় শিক্ষার্থী এবং ব্রিটিশ হিন্দু নাগরিকরা এর প্রতিবাদে সরব হন বলে দাবি করেছে ইনসাইট ইউকে কর্তৃপক্ষ। এক্স হ্যান্ডেলে তাদের তরফে পোস্ট করা ভিডিয়ো ও ছবিতেও একই দাবি করা হয়েছে।

সেই ভিডিয়োয় বিক্ষোভকারীদের মুখে যে স্লোগান শোনা গিয়েছে, এককথায় তার অর্থ হল -‘'অক্সফোর্ড ইউনিয়ন সন্ত্রাসবাদকেই সমর্থন করছে’। এমনকী, দীর্ঘদিন ধরেই অক্সফোর্ড ইউনিয়ন এমনটা করে আসছে বলেও বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন।

এছাড়াও, ইনসাইট ইউকে-এর তরফ থেকে তাদের সোশাল মিডিয়া পোস্টে দাবি করা হয়েছে -‘জম্মু-কাশ্মীর ভারতের অঙ্গ ছিল, জম্মু-কাশ্মীর ভারতের অঙ্গ আছে এবং জম্মু-কাশ্মীর ভারতের অঙ্গ থাকবে।’ ইনসাইট ইউকে-এর তরফে ইতিমধ্যেই এই বিতর্কের বিরোধিতা করে অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিকে একটি চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠিতে দুই ব্যক্তির নাম বিশেষ করে উল্লেখ করা হয়েছে।

এই দুই ব্যক্তি হলেন - মুজ্জাম্মিল আয়ুব ঠাকুর এবং জাফর খান। তারাই এই প্রস্তাবের স্বপক্ষের বক্তা। ঠাকুরের নিজের একটি সংগঠন রয়েছে। যার নাম -‘'ওয়ার্ল্ড কাশ্মীর ফ্রিডম মুভমেনট’। এছাড়াও, ঠাকুর ও তাঁর বাবা যৌথভাবে একটি সংগঠন খুলেছেন। সেটি হল - ‘মার্সি ইউনিভার্সাল’।

ইনসাইট ইউকে-এর দাবি, এই সংগঠনগুলির বিরুদ্ধে ব্রিটেনের স্কটল্যান্ড ইয়ার্ড তদন্ত করেছে। এমনকী, এই সংগঠনগুলির সঙ্গে সন্ত্রাসবাদীদের যোগাযোগ থাকার অভিযোগ ওঠায় চ্যারিটি কমিশন এবং মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-ও তদন্ত চালিয়েছে।

অন্যদিকে, জাফর খান হলেন ‘'জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট’ (জেকেএলএফ)-এর চেয়ারম্যান। তিনি কাশ্মীরি হিন্দুদের হত্যায় অভিযুক্ত সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি করেছেন ইনসাইট ইউকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়