শিরোনাম
◈ গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী এক নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ প্রকাশ্যে, যা জানাগেল ◈ বিসিবি ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়াচ্ছে ◈ খালেদা জিয়া আগের যে কোনও সময়ের চেয়ে অনেক ভালো আছেন : ডা. জাহিদ হোসেন ◈ নির্বাচনের মাঠে কোন দল কী অবস্থানে ◈ শাপলা চত্বর ও গণজাগরণ মঞ্চ নিয়ে প্রেস সচিব শফিকুল আলমের স্ট্যাটাস ◈ তৃতীয় ধাপে প্রাথমিকে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা ◈ সংশোধিত এডিপি অনুমোদন, ব্যয় কমল ৪৯ হাজার কোটি টাকা ◈ বাংলাদেশে প্রতিশোধমূলক সহিংসতা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জাতিসংঘের প্রতিবেদন: ফলকার টুর্ক ◈ রমজানের শুভেচ্ছা বার্তায় যা বললেন ট্রাম্প ◈ সাংবাদিক জিল্লুর রহমানের অভিযোগের জবাব দিলেন হাসনাত আব্দুল্লাহ

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৪, ০২:১৬ রাত
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‌‘সম্মতি থাকলেও ১৮ বছরের নিচে কোনো মেয়ের সঙ্গে সহবাস ধর্ষণ’

১৮ বছরের নিচে কোনো মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছেন মুম্বাই হাইকোর্ট।

আদালত জানায় অপ্রাপ্তবয়স্ক স্ত্রী হলেও তার সম্মতির ভিত্তিতে যৌন সম্পর্ককে আইনত ধর্ষণ হিসেবেই বিবেচনা করা হবে। এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে গ্রহণযোগ্য করা হবে না।

মঙ্গলবার (১২ নভেম্বর) নাগপুর বেঞ্চের বিচারপতি জি. এ. স্যানাপ এই রায় দেন।

এক অভিযুক্ত ব্যক্তি নিম্ন আদালতের দেওয়া ১০ বছরের কারাদণ্ড বাতিল চেয়ে হাইকোর্টে আপিল করেন। তবে হাইকোর্ট আপিল খারিজ করে নিম্ন আদালতের রায় বহাল রাখে।

অভিযুক্ত ব্যক্তি মহারাষ্ট্রের ওয়ার্ধার বাসিন্দা এবং প্রতিবেশী এক নাবালিকা মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তিনি জোরপূর্বক যৌন সম্পর্ক স্থাপন করেন, যা মেয়েটিকে গর্ভধারণে বাধ্য করে। পরে তাকে বিয়ে করলেও বিয়ের পর তিনি শারীরিক নির্যাতন শুরু করেন।

ভুক্তভোগী তরুণী আদালতে জানান, গর্ভপাতের জন্য চাপ দেওয়া এবং সন্তানের পিতৃত্ব অস্বীকার করায় তিনি স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। ২০২১ সালে নিম্ন আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড দেয়।

বিচারপতি স্যানাপ রায়ে বলেন, ‘বিবাহিত হোক বা না হোক, ১৮ বছরের নিচে কোনো মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক ধর্ষণ হিসেবে গণ্য হবে। অভিযুক্তের যুক্তি ও সম্মতিকে এই ক্ষেত্রে অপ্রাসঙ্গিক বলে গণ্য করা হবে।’

এদিকে ডিএনএ পরীক্ষায় সন্তানের পিতৃত্ব প্রমাণিত হওয়ায় অভিযুক্তের আপিল খারিজ করা হয়।

বিশেষজ্ঞদের মতে, এই রায় শিশু অধিকার সুরক্ষায় এবং নারীর প্রতি অপরাধ দমন করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়