শিরোনাম
◈ অনলাইনে আবেদন করে পুলিশ ভেরিফিকেশন ছাড়া ই-পাসপোর্ট পাওয়ার উপায় ◈ ফরিদপুরে দুইপক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ৫ ◈ বন্দর থেকে নিধারিত সময়ে পণ্য না নিলে তিনগুণ জরিমানা: নৌ উপদেষ্টা ◈ পদত্যাগের ঘোষণা দিলেন ইরানের ভাইস প্রেসিডেন্টের! ◈ বাংলাদেশিও সহ ১০ অভিবাসীকে গুয়ান্তানামো বে কারাগারে পাঠানোর সিদ্ধান্ত, আদালতে মামলা দায়ের ◈ এবার অভিনেত্রী শ্রদ্ধা কাপুর মুঠোফোন থেকে প্রেমিকের ঘনিষ্ঠ ছবি ফাঁস ◈ সেনাপ্রধানের সতর্কবার্তা নিয়ে যা বললেন আন্দালিব রহমান পার্থ (ভিডিও) ◈ নির্বাহী অফিসারের রুমে ৪ জামায়াত নেতাকে পেটালেন বিএনপি নেতারা ◈ পুরোনো সংবিধান রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়: নাহিদ ইসলাম ◈ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের অতিরিক্ত সুবিধা পাওয়া নিয়ে ভিভ রিচার্ডসের প্রশ্ন

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৪, ০৭:০৬ বিকাল
আপডেট : ০২ মার্চ, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহিষের বীর্য বিক্রি করে মাসে আয় ৭ লাখ টাকা!

ভারতের হরিয়ানার একটি কৃষি মেলায় ব্যাপক সাড়া ফেলেছে কালো রঙের এক মহিষ। আনমোল নামে এই মহিষটির ওজন ১৫০০ কেজি এবং দাম উঠেছে প্রায় ২৩ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় মহিষটির দাম হয় সাড়ে ৩২ লাখ টাকা। তবে মালিক গিল মহিষটি বিক্রি করতে রাজি নন। কারণ আনমোলের বীর্য বিক্রি করেই তিনি প্রতি মাসে ৪ থেকে ৫ লাখ রুপি বা ৬ থেকে ৭ লাখ টাকা আয় করছেন বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়।

রাজকীয় খাবার ও যত্ন

মহিষটির খাবার-দাবার অত্যন্ত রাজকীয়। আনমোলের প্রতিদিনের খাবারের জন্য ১৫০০ রুপি খরচ হয়। তার খাবার তালিকায় রয়েছে ২৫০ গ্রাম বাদাম, ৩০টি কলা, ৪ কেজি ডালিম, ৫ কেজি দুধ এবং ২০টি ডিম। এছাড়াও তাকে দেওয়া হয় সয়াবিন, ঘি, ভুট্টা এবং সবুজ পশুখাদ্য। এ ধরনের পুষ্টিকর খাবারের কারণে মহিষটি সবসময় সুস্থ ও কার্যক্ষম থাকে।

গিল প্রতিদিন আনমোলকে দুইবার গোসল করান। গোসলের পর বাদাম ও সরিষার তেল মেখে তার ত্বক চকচকে রাখা হয়।

বংশগত গুণ

মহিষটির এত দামের অন্যতম কারণ এর বীর্য। সপ্তাহে দুইবার বীর্য সংগ্রহ করে তা ব্রিডারদের কাছে বিক্রি করা হয়। এর থেকেই মালিক গিল প্রতি মাসে লাখ লাখ রুপি উপার্জন করেন। আনমোলের মা দৈনিক ২৫ লিটার দুধ দিতেন, যা তার বংশগত গুণাবলীর একটি নিদর্শন।

বিক্রির ইচ্ছে নেই মালিকের

এক কৃষি মেলায় আনমোলের সৌন্দর্য্য ও শক্তি দেখে তার দাম উঠেছিল ২৩ কোটি রুপি। তবে গিল মহিষটিকে বিক্রি করতে চান না। তার মতে, আনমোল শুধু একটি মহিষ নয়, বরং পরিবারের এক সদস্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়