শিরোনাম
◈ মার্কিন গোয়েন্দা সংস্থার নয়া অধিকর্তা তুলসী গ্যাবার্ড কে? বিজেপির সঙ্গেও ‘নৈকট্য’ ◈ বাংলাদেশের ১২ ক্রিকেটার আইপিএলের নিলামে, কার ভিত্তিমূল্য কত? ◈ স্ত্রীর মোহরানাও ঋণের অন্তর্ভুক্ত, অনাদায়ে স্বামীর ঘাড়ে তা ঋণ স্বরূপ বহাল থাকবে ◈ খাদ্য অধিদপ্তরের চাল মজুদ করে ব্র্যান্ডের প্যাকেটে বিক্রি ◈ ‘মাকে হত্যা’ করে ফ্রিজে রাখার ঘটনায় নতুন মোড় ◈ দায়বদ্ধতা থেকেই অন্তর্বর্তীকালীন সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে: জ্বালানি উপদেষ্টা ◈ চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে ভারতের প্রভাবের কাছে নত হতে হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ◈ আরও একটি নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ◈ জিল্লুর রহমানের যত অভিযোগ সাবেক দুই মন্ত্রীর বিরুদ্ধে! ◈ মালয়েশিয়ায় ৪০ বাংলাদেশি নারী-শিশুসহ ৫১ জন অবৈধ অভিবাসী গ্রেপ্তার

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৪, ০৭:০৬ বিকাল
আপডেট : ১৬ নভেম্বর, ২০২৪, ১২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহিষের বীর্য বিক্রি করে মাসে আয় ৭ লাখ টাকা!

ভারতের হরিয়ানার একটি কৃষি মেলায় ব্যাপক সাড়া ফেলেছে কালো রঙের এক মহিষ। আনমোল নামে এই মহিষটির ওজন ১৫০০ কেজি এবং দাম উঠেছে প্রায় ২৩ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় মহিষটির দাম হয় সাড়ে ৩২ লাখ টাকা। তবে মালিক গিল মহিষটি বিক্রি করতে রাজি নন। কারণ আনমোলের বীর্য বিক্রি করেই তিনি প্রতি মাসে ৪ থেকে ৫ লাখ রুপি বা ৬ থেকে ৭ লাখ টাকা আয় করছেন বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়।

রাজকীয় খাবার ও যত্ন

মহিষটির খাবার-দাবার অত্যন্ত রাজকীয়। আনমোলের প্রতিদিনের খাবারের জন্য ১৫০০ রুপি খরচ হয়। তার খাবার তালিকায় রয়েছে ২৫০ গ্রাম বাদাম, ৩০টি কলা, ৪ কেজি ডালিম, ৫ কেজি দুধ এবং ২০টি ডিম। এছাড়াও তাকে দেওয়া হয় সয়াবিন, ঘি, ভুট্টা এবং সবুজ পশুখাদ্য। এ ধরনের পুষ্টিকর খাবারের কারণে মহিষটি সবসময় সুস্থ ও কার্যক্ষম থাকে।

গিল প্রতিদিন আনমোলকে দুইবার গোসল করান। গোসলের পর বাদাম ও সরিষার তেল মেখে তার ত্বক চকচকে রাখা হয়।

বংশগত গুণ

মহিষটির এত দামের অন্যতম কারণ এর বীর্য। সপ্তাহে দুইবার বীর্য সংগ্রহ করে তা ব্রিডারদের কাছে বিক্রি করা হয়। এর থেকেই মালিক গিল প্রতি মাসে লাখ লাখ রুপি উপার্জন করেন। আনমোলের মা দৈনিক ২৫ লিটার দুধ দিতেন, যা তার বংশগত গুণাবলীর একটি নিদর্শন।

বিক্রির ইচ্ছে নেই মালিকের

এক কৃষি মেলায় আনমোলের সৌন্দর্য্য ও শক্তি দেখে তার দাম উঠেছিল ২৩ কোটি রুপি। তবে গিল মহিষটিকে বিক্রি করতে চান না। তার মতে, আনমোল শুধু একটি মহিষ নয়, বরং পরিবারের এক সদস্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়